বর্তমানে টপ নায়িকাদের মধ্যে অন্যতম মধুমিতা সরকার। সম্প্রতি প্রকাশ্যে এল তাঁর নতুন ছবির পোস্টার ‘চিনি’। পরিচালক মৈনাক ভৌমিক তাঁর ছবি “চিনি” মুক্তির জন্য বেছে নিয়েছে শীতকাল। যেহেতু শীতের সময় কেক থেকে শুরু পিঠে খাওয়ার উৎসব, তাই বোধহয় ছবির নামের সাথে মিলিয়ে শীতকেই বেছে নিয়েছেন।
মৈনাক ভৌমিকের পরিচালিত ছবি ‘চিনি’ মা এবং মেয়ের মিষ্টি সম্পর্ক ঘিরে তৈরি করা হয়েছে। অপরাজিতা আঢ্য (মা) ও মধুমিতা সরকার (মেয়ে) অভিনীত এই ছবিটির নীলরঙের পোস্টারে দেখা যাচ্ছে পিঠে পিঠ দিয়ে বসে রয়েছেন মা-মেয়ে।
View this post on Instagram
নতুন ছবির প্রসঙ্গে মুখ খুলেন অভিনেত্রী। মধুমিতা বলেছেন, বর্তমানে প্রত্যেক মা আর সন্তান ‘চিনি’তে নিজেদেরকে খুঁজে পাবেন। বর্তমান পরিস্থিতিতে একজন মা ও মেয়ের সম্পর্কে জেনারেশন গ্যাপ আর সমস্ত খুঁটিনাটি এবং দৈনিক যে সমস্ত জিনিস আমাদের চোখ এড়িয়ে যায় তা তুলে ধরা হয়েছে চিনির মাধ্যমে।
অভিনেত্রী আরও জানান, “চিনি তো পুরোটাই আমি। শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আমি। খুব জোর দিয়ে বলছি চিনি এক্কেবারে আমি।”
মধুমিতা বলেন, “এর আগে যখনই কোনও চরিত্রে অভিনয় করেছি, তার সাথে কিছু এক্সট্রা অনুভূতি যোগ করতে হয়েছে। তবে চিনি করতে আমার একটুও কষ্ট করতে হয়নি। কারণ মধুমিতাই চিনি আর চিনিই মধুমিতা। এছাড়াও তিনি পর্দায় তার মায়ের প্রশংসায় পঞ্চমুখ।
ছবিতে অভিজ্ঞতা শেয়ার করার প্রসঙ্গে তিনি জানান, “কাজটা করে ভীষণ মজা পেয়েছি। এখন শুধু দর্শকের মতামতের অপেক্ষায়। ছবিতে আমি নিজেকে পুরো ঢেলে দিয়েছি।
হিন্দি, ইংরাজিতে নারীদের কেন্দ্র করে অনেক ছবি হচ্ছে। ছবির মধ্যে দিয়ে মেয়েদের ভাবনা-চিন্তাকে তুলে ধরা হচ্ছে। চিনির মতো একটি ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে আমি অভিভূত। ছবিতে সাজগোজ নয় বরং আমার কাছে অনেক বেশি জরুরী ছিল অভিনয়।
এর আগেও ছোট পর্দায় বিভিন্ন চরিত্রে তিনি অভিনয় করেছেন। তার অভিনয় দর্শকের মন জয় করে নিয়েছে। তার অনুগামীদের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। তবে তিনি জানান নিজের মতো একটা চরিত্র তিনি এর আগে পাননি।
চিনি’তে কি কি শিখলেন মধুমিতা? উত্তরে জানিয়েছেন, ধৈর্য্য জিনিসটা প্রত্যেকের জীবনে খুব জরুরি। মাঝেমধ্যে আমরা না ভেবেচিন্তে অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলি। যা সম্পর্কের উপর প্রভাব ফেলে।
এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাছি যা মানুষের জীবনে অনেক কিছু প্রভাব ফেলেছে। করোনার পরিস্থিতিতে এমন একটা ছবির খুব প্রয়োজন ছিল, যা মানুষের মন ছুয়ে যাবে। একরাশ ইতিবাচক বার্তা নিয়ে মানুষের মধ্যে হাজির হবে চিনি। অপরাজিতা আঢ্য ভীষণ ভালো অভিনেত্রী এবং মৈনাক ভৌমিকের ছবি নিয়ে দর্শকদের অনেক প্রত্যাশা রয়ছে বরাবর। দর্শকের মনে কতটা মিষ্টতা জয় করে নিতে পারে ‘চিনি’, তা এখন শুধু সময়ের অপেক্ষায়।