‘টিআরপি তলানিতে মানেই গল্পের গরু গাছে ওঠে। ও ভাবে কাজ করতে পারব না, ছোট পর্দায় কাজের ইচ্ছেটাই নষ্ট হয়ে গিয়েছে’, বললেন সহচরী ওরফে কনীনিকা 

অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়

২২ বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। তিনি একজন বড় মাপের অভিনেত্রী সেটা বলার অপেক্ষা রাখে না। ছোটপর্দায়ও একাধিক কাজ করেছেন। তাঁর শেষ অভিনীত সিরিয়াল ‘আয় তবে সহচরী’। যদিও তাকে ছাড়াই শেষ হয়েছে ধারাবাহিক।

একসময় ‘অন্দরমহল’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকের লিড। এখনো নায়িকা হয়ে নতুনদের টেক্কা দেওয়ার ক্ষমতা রয়েছে। কিন্তু এই মুহূর্তে দর্শক সহচরীকে খুব মিস করছেন। আবার কবে ছোটপর্দায় ফিরবেন কনীনিকা? এই প্রসঙ্গেই ‘আজকাল ডট ইনকে’ সহচরী থুড়ি কনীনিকা জানান, “ছোট পর্দায় কাজের ইচ্ছেটাই নষ্ট হয়ে গিয়েছে। প্রথম পাঁচ মাস ধারাবাহিক চিত্রনাট্য মেনে চলে। যেই টিআরপি তলানিতে ঠেকে তখনই গল্পের গরু গাছে ওঠে। ও ভাবে কাজ করতে আর পারব না। ছোটপর্দার পিছনে অত খাটবও না আর। ১২-১৪ ঘণ্টা কাজ করার মতো শারীরিক পরিস্থিতি আমার নেই। তাই ছোট পর্দায় যদি আমায় নিতেই হয় তা হলে প্রযোজক-পরিচালককে আমার শর্ত মানতে হবে”।

প্রজাপতি’র ট্রেলার-মুক্তিতে এসে অভিনেত্রী আরও জানিয়েছেন, “মতে মেলেনি বলেই ধারাবাহিক পরমেশ্বরী ছেড়ে চলে এসেছিলাম। সহচরী’ থেকে কিছুতেই বেরোতে পারছিলেন না। ফলে, প্রচণ্ড কষ্টে ভুগছিলেন। রোজ শ্যুটে যাওয়ার আগে চোখ জল চলে আসত তাঁর। তারপরেই এই অসুস্থতা”।

অভিনেত্রীর মতে, অস্ত্রোপচারের পরে চিকিৎসক জোড়হাতে জানিয়েছিলেন, “আপনারা আমার কত বড় উপকার করলেই নিজেই জানেন না! জোর করে, ইচ্ছের বিরুদ্ধে স্টুডিয়োয় যেতে হচ্ছিল। আপনাদের সহযোগিতায় রোজের অপছন্দের কাজ থেকে মুক্তি মিলল”।

Source: aajkaal . in

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here