একের পর এক ধারাবাহিক শেষ হওয়ার জন্য দর্শককে দায়ী করলেন লীনা গঙ্গোপাধ্যায়! ‘গল্প খারাপ না’, দাবি লেখিকার

লীনা গঙ্গোপাধ্যায়

খুব শীঘ্রই শেষ হবে ‘ধুলোকণা’ ধারাবাহিক। চলতি মাসের মধ্যে একাধিক জনপ্রিয় ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে। এখন যেন ধারাবাহিক আর মেগা নয়, বরং অল্প সময়ের মধ্যে আয়ু শেষ হয়ে যাচ্ছে। আগেকার ধারাবাহিক যেখানে ২/৩ বছর টানা চলেছে, সেখানে বর্তমানে ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে ৩ মাসেই নয়তো এক বছর হওয়ার আগেই। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে দর্শকের দিকেই আঙুল তুললেন ছোটপর্দার জনপ্রিয় লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়।

লেখিকার মতে, “বর্তমানে দর্শকের কাছে একাধিক বিনোদনের রাস্তা খোলা রয়েছে। তাই দর্শক ধারাবাহিক ঠিক ততক্ষণ দেখেন যতক্ষণ বিনোদন পান, না হলে তারা মুখ ঘুরিয়ে নেন। আর তাঁর জন্যই ধারাবাহিকগুলির জনপ্রিয়তা কমেছে। দর্শকের সময় দেওয়া উচিত’। অর্থাৎ গল্পের মান খারাপ তা স্বীকার করেননি লীনা গঙ্গোপাধ্যায় বরং ধারাবাহিক বন্ধের জন্য দর্শকদের কাঠগড়ায় তুললেন তিনি।

এছাড়াও, তিনি বলেন এই কারণে বাংলা ধারাবাহিকের সঙ্গে যুক্ত নির্মাতাদের এবং অভিনেতা-অভিনেত্রীদের চরম অনিশ্চয়তার মধ্যে কাটাতে হচ্ছে।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here