জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিকে এন্ট্রি নিলেন অভিনেত্রী জেসমিন রায়

অভিনেত্রী জেসমিন রায়

বাংলা টেলিভিশনের অতি জনপ্রিয় মুখ অভিনেত্রী জেসমিন রায়। কখনও পজেটিভ আবার কখন নেগেটিভ চরিত্রে দর্শকের মন জিতেছেন। ‘ত্রিনয়নী’, ‘কি করে বলব তোমায়’, ‘পান্ডব গোয়েন্দা’ ‘আমার সোনা চাঁদের কণা’র মতো ধারাবাহিক তার থলতে রয়েছে।

স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকে তানি চরিত্রে ভালো খ্যাতি পেয়েছিল। অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের বিপরীতে খড়ির পাশাপাশি তানিও ভালো প্রশংসা পেয়েছিল। এরপর প্রধান সারির কোনও চ্যানেলে তাকে খুব একটা দেখা যায়নি।

বহুদিন বাদে আবার পর্দায় কামব্যাক করলেন জেসমিন রায়। জি-বাংলার নতুন ধারাবাহিক ‘মালাবদল’-এ এন্ট্রি নিতে চলেছেন। যদিও একটি বিশেষ এপিসোডে আসছেন অভিনেত্রী। এদিন তাকে নৃত্য পরিবেশন করতে দেখা যাবে। একদিনের এই বিশেষ পর্বের প্রোমোতে জেসমিনকে দেখে খুশি হয়েছেন তার ভক্তরা।