অভিনেত্রী দেবপ্রিয়া বসু, যিনি ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের হাত ধরে দর্শকমহলে জনপ্রিয়তা পেয়েছেন। এর আগে একাধিক ধারাবাহিকে অভিনয় করলেও অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সোনা চরিত্রে দারুণ জনপ্রিয়তা পান।
যদিও বর্তমানে সেই ধারাবাহিক লিপ নেওয়া বাদ পড়েছেন দেবপ্রিয়া। অনুরাগের ছোঁয়া ধারাবাহিক চলাকালীন ক্লাস ইলেভেনে পড়াশুনো করতেন। দিনের বেশিরভাগ সময় শুটিং ফ্লোরে থেকেও পড়াশুনো চালিয়ে গেছেন দেবপ্রিয়া।
শুটিংয়ের ব্যস্ততার জন্য আর পাঁচটা ছাত্র-ছাত্রীদের পড়ার সময় তারা খুব একটা পান না। তবুও ভালো রেজাল্ট করলেন দেবপ্রিয়া। নিজেও কল্পনা করতে পারেননি তিনি এত ভালো রেজাল্ট করবেন। দেবপ্রিয়ার মা অভিনেত্রী শুক্ল বসুর ভ্লগ দেখা গেল রেজাল্ট হাতে পেয়ে ভীষণ খুশি দেবপ্রিয়া। আর মেয়ের রেজাল্টে খুশি হয়েছেন তার বাবা-মাও।
শ্যুটের চাপে, প্র্যাকটিক্যাল পরীক্ষা মিস করেছেন অভিনেত্রী। একটু নম্বর কমলেও লেখা পরীক্ষায় ভালো নম্বর পেয়েছেন। তবে কত শতাংশ নম্বর পেয়েছেন তা জানা যায়নি। সামনে বোর্ডের পরীক্ষা দেবেন অভিনেত্রী।