পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করলেও বাস্তবে ‘মা’ ডাক শোনা হল না ‘কোজাগরী’ অপরাজিতার! মাতৃত্ব নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

অভিনেত্রী অপরাজিতা আঢ্য

‘মা’ শব্দটা ছোট হলেও তার গভীরতা অনেক এমনটাই বিশ্বাস করেন টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। টিভির পর্দায় কখনও জন্মদাত্রী হিসাবে কখনও আবার পালিতা মা হিসাবে নজর কেড়েছেন তিনি, এক কোথায় বলতে গেলে, পর্দায় একজন আদর্শ মা হিসাবে জনপ্রিয় এই অভিনেত্রী।

‘এক আকাশের নীচে’ ধারাবাহিকে মাত্র ২৩ বছর বয়সেই তার প্রথম মায়ের চরিত্রে অভিনয়। তারপর থেকেই কখনও সে ‘চিনি’র মিষ্টি, ‘একান্নবর্তী’র মালিনী, ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’-এর লক্ষ্মী আবার কখনও ‘জল থৈ থৈ ভালবাসা’র কোজাগরী। আজ পর্যন্ত করা তার প্রতিটা মায়ের চরিত্রই মন জয় করে নিয়েছে দর্শকের।

তবে বাস্তব জীবনে নিজের সন্তানের মুখে মা ডাক শোনার সুযোগ হয়নি সিরিয়ালের পর্দায় এই সফল মায়ের। স্বামী অতনু হাজরার সঙ্গে দীর্ঘ ২৬ বছরের বিবাহিত জীবন অভিনেত্রীর। সন্তানের অভাব কতটা কষ্ট দেয় অভিনেত্রীকে?

সম্প্রতি টিভি নাইন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে প্রথমবার মাতৃত্ব নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। এই প্রসঙ্গে অপরাজিতা বলেন, ‘ছোটবেলা থেকেই এটা আমার কাছে খুব একটা বড় জায়গা রাখে না। আমি বিশ্বাস করি না, যে সকলকে biological mother (জন্মদাত্রী মা) হতেই হবে। আমার মনে হয়, মাতৃত্ব অনেক বৃহৎ জিনিস। কেবলমাত্র সন্তানের জন্ম দিয়ে মাতৃত্ব প্রমাণ করা যায় না। মাতৃত্বের অনেক দিক আছে।’

অভিনেত্রী এও জানান, ‘যাঁদের আমি সন্তানসম স্নেহ করি, প্রত্যেকে আমাকে ‘মা’ বলেই ডাকে। সুতরাং, ‘মা’ ডাকের অভাব আমার কাছে নেই।’ তাদের মধ্যেই অভিনেত্রীর সবচেয়ে কাছের মেয়ে তার নাম গার্গী। পেশায় একজন ব্যাঙ্কার গার্গী।

অপরাজিতা আঢ্য

অপরাজিতার মতে, তার যদি কোন নিজের সন্তানও থাকত, তা হলেও সে কোনওদিন বোধহয় গার্গী হয়ে উঠতে পারত না। অপরাজিতার কথাতেই বোঝা যায়, তার মা হওয়ার আক্ষেপটা অনেকটাই মিটিয়ে দিতে পেরেছে গার্গী।

প্রসঙ্গত অভিনেত্রীর নামের পিছনেও রয়েছে অজানা এক গল্প। অভিনেত্রীর মতে, তার মা আক্ষরিক অর্থেই বিদুষী। সেই সময় দাঁড়িয়ে এমএ পাশ করা স্কুলের শিক্ষিকা ছিলেন অভিনেত্রীর মা। তার মাকে নাকি সকলে লেডি হিটলার হিসাবেই চিনতেন। তিনি যা চাইতেন সেটাই করিয়ে নিতেন সকলকে দিয়ে। নিজের মায়ের থেকে অনেকটাই ইন্সপায়ার হন অভিনেত্রী অপরাজিতা আঢ্য।

সূত্রঃ tv9bangla . com