‘ইন্ডাস্ট্রিতে ৫০ বছর পার, কিন্তু আমার কোনও বন্ধু নেই’, আক্ষেপ বর্ষীয়ান অভিনেত্রী কল্যাণী মণ্ডলের

অভিনেত্রী কল্যাণী মণ্ডলের

জি-বাংলার গেম শোয়ের মধ্যে একটি অন্যতম হল ‘ঘরে ঘরে জি-বাংলা’। কিছুটা রোজগারের গিন্নি আদলে তৈরি করা হয়েছে। এই গেম শোয়ের হোস্টের আসনে রয়েছেন দুইজন। অভিনেত্রী অপারজিতা আঢ্য এবং অভিনেতা বিশ্বনাথ বসু।

এই গেম শো নিয়ে মাঝেমধ্যেই শিলীপদের বাড়িতে হানা দেয় অপরাজিতা এবং বিশ্বনাথ। সম্প্রতি বর্ষীয়ান অভিনেত্রী কল্যাণী মণ্ডলের বাড়িতে পৌঁছে গিয়েছিল ঘরে ঘরে জি-বাংলা। এদিন বিশ্বনাথ বসুর সঙ্গে আড্ডায় মেতে ওঠেন বর্ষীয়ান অভিনেত্রী।

এদিন অভিনেত্রী কল্যাণী মণ্ডলকে ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের প্রসঙ্গে জানতে চাইলেন বর্ষীয়ান অভিনেত্রী জানান, “এই ইন্ডাস্ট্রিতে পাঁচ দশক ধরে কাজ করছি। অভিনয় করে মানুষের মন জয় করেছি তবে এতদিন থাকলেও এই ইন্ডাস্ট্রি সেরকম কোনও বন্ধু নেই।”

অভিনেত্রী কারণ হিসাবে জানান, ‘ আমার বন্ধু বলতে আমি ছেলেদের খুব পছন্দ করি। আমার পরনিন্দা পরচর্চা করতে ভালো লাগে না। ওরা খুব মন খুলে কথা বলে। আমার ওদের সঙ্গে তাই খুব মেলে। আমাদের ওদের ওই হইহুল্লোড় মেলে। আমি হইহই করে বাঁচতে ভালোবাসি। ফলে আমার ইন্ডাস্ট্রিতে আমার অরম বন্ধু বলে কেউ নেই।’