অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়, ছোটপর্দায় অতি পরিচিত মুখ। যাকে আপনারা ‘মিঠাই’ ধারাবাহিকে রিকি রকস্টারের বান্ধবী এঞ্জি চরিত্রে অভিনয় করতে দেখেছিলেন। এই ধারাবাহিকের হাত ধরেই দর্শকমহলে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।
বর্তমানে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে অনিকেতের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। তবে শোনা যাচ্ছে আরও একটি ধারাবাহিকে তাকে দেখা যাবে।
জি-বাংলায় আসছে নতুন মেগা ধারাবাহিক ‘তুই আমার হিরো’। এই ধারাবাহিকে দেখা যাবে অনুরাধাকে। তবে তার চরিত্র নেগেটিভ না পজেটিভ জানা যায়নি।