আর মাত্র কয়েকটা দিন! ‘তেঁতুলপাতা’র শুটিং সেটেই জমিয়ে সাধ খেলেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী

অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী

নতুন বছর শুরু হতে না হতেই সকলকে সুখবর জানিয়েছিলেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। যিনি এই মুহূর্তে তেঁতুল পাতা ধারাবাহিকে অভিনয় করছেন গৌরবের মায়ের চরিত্রে।

বছর শুরুতেই মা হওয়ার সুখবর জানিয়েছিলেন অনিন্দিতা। ঘরে নতুন সদস্য আসতে আর একমাস বাকি। তার আগেই শুটিং সেটে জমিয়ে সাধ খেলেন অভিনেত্রী। ৮ মাসের অন্তঃসত্তা হওয়া সত্ত্বেও কাজ করে চলেছেন। তবে এবার বেশ কিছুদিন মাতৃত্বকালীন বিরতি নিতে চলেছেন অভিনেত্রী।

এদিন তেঁতুল পাতা পরিবারের সকলে মিলে অভিনেত্রীর জন্য আয়োজন করেন। নানা রকম পদ সাজিয়ে  অনিন্দিতাকে সাধ খাওয়ান তারা। এত ভালোবাসা পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী।

আজকাল ডট ইনকে অভিনেত্রী জানিয়েছেন, ‘প্রচুর পদের আয়োজন করা হয়েছিল আমার জন্য।  পোলাও, ভেটকি পাতুরি, মৌরলা মাছ, মোচার কাটলেট, শাক ভাজা, মাটন, রসগোল্লা, চাটনি, পাপড়, পায়েস, সন্দেশ ও কেকও ছিল। শাক ভাজা কিন্তু ‘ঝিল্লি’ অর্থাৎ ঋতব্রতা বাড়ি থেকে নিয়ে এসেছিল। মৌরলা মাছ ও মাটন রান্না করে এনেছিলেন ঝুলনদি। সবাই মিলে আমাকে কতটা যত্নে রেখেছেন, আগলে রেখেছেন বভাষায় প্রকাশ করে বোঝাতে পারব না। প্রযোজনা সংস্থা, সহকর্মীরা, চ্যানেল- প্রত্যেকে আমায় খুব সাহায্য করেছেন। সেই কারণে আমি খুব সহজে কাজ চালিয়ে যেতে পেরেছি।’


সূত্রঃ আজকাল ডট ইন