‘ছোট একটা ঘর…ছোট বয়সেই সংসারের অর্ধেক খরচের দায়িত্ব’, কঠোর পরিশ্রমে সফল অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা

অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা

বাংলা বিনোদন জগতের অতি পরিচিত মুখ অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা। যিনি এই মুহূর্তে তেঁতুলপাতা ধারাবাহিকে অভিনয় করছে। তবে দর্শকের কাছে এই মিষ্টি মেয়েটি ‘নিপা’ হিসাবেই পরিচিত। মিঠাই ধারাবাহিকে নিপা চরিত্রে অভিনয় করে দর্শকের প্রচুর ভালোবাসা পেয়েছেন।

খুব ছোট থেকে অভিনয় করছে ঐন্দ্রিলা। খুব পরিশ্রমী মেয়ে। অভিনয় জগতে সাফল্য পেতে অনেক পরিশ্রম করতে হয়েছে তাকে। একসময় ‘ঘরে ঘরে জি বাংলা’ শোতে ঐন্দ্রিলা সাহা’র মা মেয়ের স্ট্রাগলের কথা তুলে ধরেন।

ঐন্দ্রিলার মা জানান, একটা সময় তারা ছোট একটা ঘরে থাকতেন। একটাই ঘর ছিল তাদের। বর্তমানে তাদের দোতালা বাড়ি, আর এই সবটাই ঐন্দ্রিলার জন্য। ওর সাপোর্ট ছাড়া এত কিছু সম্ভব হত না। আজ এই বাড়ি, এত সুন্দর করে সাজানো ঘর সব ওর অবদান। নিজের আয়ের বেশিরভাগ সংসার চালানোর জন্য দেয় ঐন্দ্রিলা।’ অভিনেত্রী মায়ের মুখে একথা শুনে অপরাজিতাও প্রশংসা জানান।