সালটা ২০১৭। পার্টি সেরে গাড়িতে করে ফিরছিলেন টলির জনপ্রিয় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়, তার গাড়িতে ছিলেন মডেল সোনিকা সিং চৌহান। গভীর রাতে রাসবিহারী অ্যাভিনিউয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অভিনেতার গাড়ি, ধাক্কা মারে একটি ল্যাম্পপোস্টে। মাথায় গুরুতর চোট পান দুজনেই। কিন্তু দুর্ভাগ্যবশত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি সোনিকা চৌহানকে।
সোনিকা মৃত্যু-মামলা আজও পিছু ছাড়েনি অভিনেতার। সম্প্রতি সিনেমার শুটের জন্য বিদেশ যেতে হত বিক্রম চট্টোপাধ্যায়কে। তবে সোনিকা মৃত্যু-মামলার জের, বিদেশ যাওয়া হল না অভিনেতার। কারণ এই কেসের জন্য পাসপোর্ট পেলেন না বিক্রম।
আলিপুর আদালতে পাসপোর্ট ফেরত পাওয়ার আর্জি জানান অভিনেতা। তবে আর্জি খারিজ করা হয়। সরকারের আইনজীবীদের তরফ থেকে জানানো হয়, ‘খুব শীঘ্রই বিচার শুরু হবে। তাই বিক্রম বিদেশে চলে গেলে তদন্তে সমস্যা হতে পারে’।