অসুস্থতার কারণে কর্মহীন স্বামী, টোটো চালিয়ে একাই সংসার চালাচ্ছেন দুই সন্তানের মা

দুই সন্তানের মা

আন্তর্জাতিক নারী দিবসে উঠে এল এক মায়ের লড়াইয়ের গল্প। ধূপগুড়ি ব্লকের শালবাড়ি সংলগ্ন খলাইগ্ৰাম এলাকার বাসিন্দা স্বদেশী বিশ্বাস। স্বামী ও দুই সন্তান নিয়ে তার ছোট সংসার। তবে স্বামী শারীরিক অসুস্থতার কারণে কোন কাজ করতে পারে না। বাধ্য হয়েই সংসারের খরচ এবং দুই সন্তানের দায়িত্ব একাই সামলান তিনি। টোটো চালিয়ে সংসারের খরচ চালাচ্ছেন ধূপগুড়ির এই মহিলা।

স্বদেশী বিশ্বাস জানান, “স্বামী কাজ করতে পারে না। তাই ঋণ নিয়ে টোটো কিনি। প্রথমে টোটো চালাতে দেখে অনেকে অনেক কটাক্ষ করত আমাকে নিয়ে। কিন্তু আমার দুটো সন্তান আছে। আমার সংসার তো আমাকেই দেখতে হবে। তাই লোকের কথা গায়ে মাখিনি। এখন দু’পয়সা রোজগার করে দুটো সন্তানকে বড় করে তুলছি”।

ধূপগুড়ি শহরে দেখা মিলল স্বদেশী বিশ্বাসের। তার টোটোতে বসে থাকা মহিলা জানান, “ওর টোটোতে উঠে মহিলা হিসাবে গর্ব হচ্ছে আজকের দিনে। মেয়েরা আর পিছিয়ে নেই। এখন মেয়েরা শুধু হাতা-খুন্তি নয়, সংসারও চালাতে পারে”।  সত্যিই নারী দিবসে স্বদেশী বিশ্বাসের মতো নারীরা আজকের অনুপ্রেরণা।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here