এবার সুকান্ত হয়ে পর্দায় ফিরছেন অভিনেতা সৌভিক ব্যানার্জী

অভিনেতা সৌভিক ব্যানার্জী

অভিনেতা সৌভিক ব্যানার্জী, জি-বাংলার ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকের হাত ধরে পর্দায় পরিচিতি পেয়েছিলেন। লক্ষ্মী কাকিমার ছেলে দুলালের চরিত্রে ভালো জনপ্রিয়তা পেয়েছিলেন। এর আগে  ‘চিরদিনই আমি যে তোমার’, ‘আলোছায়া’ ধারাবাহিকে অভিনয় করে থাকলেও জি-বাংলার ধারাবাহিক থেকেই সুপরিচিতি পেয়েছিলেন।

সান বাংলায় ‘বিয়ের ফুল’ ধারাবাহিকেও অভিনয় করেছিলেন। তবে এবার সুকান্ত হয়ে পর্দায় ফিরছেন সৌভক। তাকে দেখা যাবে আকাশ আটের এক নতুন ধারাবাহিকে নায়কের চরিত্রে। আকাশ আট-এ অচিন্ত্যকুমার সেনগুপ্তর ‘প্রথম কদম ফুল’ গল্পকে কেন্দ্র এক সাহিত্য নির্ভর ধারাবাহিক।

খুব শীঘ্রই সেই প্রোমো আসতে চ্যানেলের অফিশিয়াল পেজে। এই ধারাবাহিকে অভিনেতার বিপরীতে থাকবেন অভিনেত্রী সৌমি বন্দ্যোপাধ্যায়। এর আগে একাধিক পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।