‘এই ছেলেটা ভেলভেলেটা’ ধারাবাহিকের ৮ বছর পর জি-বাংলার নতুন ধারাবাহিকে ফিরছেন অভিনেতা সোমরাজ মাইতি

অভিনেতা সোমরাজ মাইতি

অভিনেতা সোমরাজ মাইতি, বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেতা। যাকে শেষবারের মতো দেখা গেছে স্টার জলসার ‘চিনি’ ধারাবাহিকে। বহু বছর পর চিনি ধারাবাহিকের হাত ধরেই পর্দায় ফিরেছেন তিনি।

এর আগে ঠিক যেন লাভ স্টোরি, গৌরিদান, এই ছেলেটা ভেলভেলেটা, টেক্কা রাজা বাদশা, কুঞ্জছায়া, জিয়ন কাঠি র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন। তবে সান বাংলা, স্টার জলসার চ্যানেলে চুটিয়ে কাজ করলেও এই ছেলেটা ভেলভেলেটা ধারাবাহিকে পর আর জি-বাংলায় তাকে সেভাবে দেখা যায়নি।

শোনা যাচ্ছে দীর্ঘ ৮ বছর পর আবার জি-বাংলার হাত ধরে ফিরতে চলেছেন অভিনেতা। শোনা যাচ্ছে, অর্গানিক স্টুডিও প্রোডাকশন হাউজের ব্যানারে আসছে একটি নতুন ধারাবাহিক। আর এই নতুন ধারাবাহিকে নায়কের চরিত্রে রয়েছেন সোমরাজ। সুত্রের খবর, তার বিপরীতে দেখা মিলবে ছোট পর্দার দুই জনপ্রিয় নায়িকার।