জগদ্ধাত্রী ধারাবাহিকে নতুন নায়ক হয়ে এন্ট্রি নিচ্ছেন এই জনপ্রিয় অভিনেতা

জগদ্ধাত্রী ধারাবাহিকে

জি-বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিক লিপ নেওয়ার পরেই আবার আগের ফর্মে ফিরে এসেছে। টিআরপির দ্বিতীয় স্থানে উঠে এসেছে এই মেগা ধারাবাহিক। বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা বড় হয়ে গেছে আর সে অবিকল তার মায়ের মতো দেখতে হয়েছে।

জগদ্ধাত্রীর সাথে ঘটে যাওয়া অন্যায় এবং সমাজের হওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। এসবের মাঝেই ধারাবাহিকে এন্ট্রি নিল এক নতুন নায়ক। না, দুর্গার নতুন নায়ক নয়। বরং ধারাবাহিকে প্রবেশ করল কাঁকনের নতুন নায়ক।

জগদ্ধাত্রী ধারাবাহিকে কাঁকন চরিত্রে দেখা যাচ্ছে  অভিনেত্রী প্রিয়ান্তিকা আরোহী মুখার্জি। এবার তার বিপরীতে ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছে অভিনেতা সায়ন্ত মোদক। যিনি এক্কা দোক্কা, নয়নতারা, রাখি বন্ধন এর মত বহু জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করছেন। পাশাপাশি একজন বড় ইউটিউবার তিনি। ধারাবাহিকের কাঁকনের হবু বরের চরিত্রে দেখা যাবে সায়ন্তকে।

অভিনেতা সায়ন্ত মোদক