মহামারী যেমন একদিকে অর্থনৈতিক কাঠামো দুর্বল করে দিয়েছে অন্যদিকে শিক্ষা ব্যবস্থার হাল খারাপ করে দিয়েছে। করোনা পরিস্থিতিতে ঘর বন্দী মানুষ। যার দরুন বন্ধ স্কুল-কলেজ। ছাত্রছাত্রীদের পড়াশুনো ব্যাঘাত ঘটেছে। এই অতিমারি কেড়ে নিয়েছে কাজ। আর্থিক অভাবে অনেকেই প্রাইভেট টিউটর রাখতে পারছেন না। তাই এদের জন্য অভিনব প্রচেষ্টা নিয়ে এলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী ।
অভিনেতা সব্যসাচী চৌধুরী একজন মেধাবী ছাত্র। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাশ করেছিলেন। অভিনয় জগতে এসে অসম্পূর্ণ থেকে যায় পিএইচডি। তবে বিদ্যা তার মন থেকে মুছে যায়নি। বিদ্যার প্রতি তার আলাদা একটা টান রয়েছে। আর্থিক অভাবে যাতে পড়াশুনো বন্ধ না হয়ে যায়, তাই দুঃস্থ ছাত্রছাত্রীদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিল। দুঃস্থ ছাত্রছাত্রীদের বিনামূল্যে পড়ানোর উদ্যোগ নিলেন অভিনেতা।
কিছুদিন আগে নিজের সোশাল মিডিয়া একাউন্টে সব্যসাচী জানান, “আর্থিক কষ্টে বহু ছাত্র-ছাত্রীর পড়াশোনাতে ক্ষতি হচ্ছে। প্রাইভেট টিউশনে গিয়ে পড়া বোঝা এখন অনেকের কাছেই বিলাসিতা। যদি কেউ বিনাপয়সায় ছাত্রছাত্রীদের গাইড করতে চান তবে নিচে কমেন্ট সেক্শনে নিজের ডিটেলস এবং সাবজেক্ট ডিটেলস লিখে দিন, যাতে যে কোনো দুস্থ ছাত্রছাত্রী খুব সহজেই আপনার সাথে যোগাযোগ করতে পারে। পড়াশোনা আমি ভালোবাসি, চাই না তা থেকে কেউ বঞ্চিত হোক”। তার এই অভিনব উদ্যোগের জন্য কুর্নিশ জানিয়েছেন সকলে।