মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকে বামা চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়েই দর্শকের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন সব্যসাচী চৌধুরী। বর্তমানে তাকে নিয়মিত দেখা যাচ্ছে ‘রামপ্রসাদ’ সিরিয়ালে। এখানে রামপ্রসাদ হিসাবে অভিনয় করছেন এই অভিনেতা।
শুধু অভিনয় নয়, সব্যসাচীর মধ্যে প্রচুর গুণ রয়েছে। তিনি খুব ভালো লেখক। অভিনেত্রী ঐন্দ্রিলার আবদারেই শুরু করেছিল ফেসবুক পেজে লেখা। তার লেখা বইও বাজারে প্রকাশিত হয়েছিল। কিন্তু সব কিছু যেন এক ঝড়েই জীবন থেকে শেষ। ঐন্দ্রিলা আজ আর নেই, তাই সোশ্যাল মিডিয়াকে সব্যসাচী বিদায় জানিয়েছেন অনেক আগে। তার লেখা পড়তে ভীষণ ভালোবাসতেন দর্শকেরা।
ঐন্দ্রিলা মৃত্যুর পর বেশ কিছু সময় নিজেকে আড়াল করে নেন। যদিও পরে ধীরে ধীরে সবকিছু সামলে আবার অভিনয় ফেরেন। তাই আবার নতুন করে শুরু করছেন। সম্প্রতি অভিনয়ের পর নতুন যাত্রায় পা রাখলেন পর্দার রামপ্রসাদ।
অভিনেতা সব্যসাচী চৌধুরী নিজের একটি ইউটিউবে চ্যানেল খুলেছেন। চ্যানেলটি অডিও স্টোরি নিয়ে তৈরি। চ্যানেলের নাম ‘ন্যাড়া ছাদের গল্প’। রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে শুরু হয়ে শেষটা কবিতা অনুসরণে। প্রতি শনিবার বিকেল পাঁচটায় এই চ্যানেল থেকে ভিডিও আসবে সব্যসাচীর।