৬ জনপ্রিয় বাঙালি শিশু অভিনেতা, যাদের অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়েছে

সিরিয়াল জগতে শুধু অভিনেতা-অভিনেত্রীরাই দর্শকদের মনোরঞ্জন করেন তা নয়, কিছু এমন শিশু শিল্পী রয়েছে যারা নিজের অভিনয় দিয়ে দর্শকদের এতটাই মনমুগ্ধ করেছে, যে চাইলেও তাদের অভিনয় ভুলতে পারবেন না দর্শকেরা। এই ৬ জনপ্রিয় শিশুশিল্পী যারা ছোট বয়সেই দর্শকের হৃদয় ছুঁয়েছে।

সৃষ্টি মজুমদার (অনুরাগের ছোঁয়া)

সৃষ্টি মজুমদার

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে রুপা চরিত্রে অভিনয় করছেন খুদে শিল্পী সৃষ্টি মজুমদার। ধারাবাহিক লিপ নেওয়ার পর থেকে এই মেয়েটির অভিনয় দেখে হতবাক হয়ে গিয়েছে ছোটপর্দার দর্শক। এত ছোট বয়সে এত সুন্দরভাবে পর্দায় নিজের চরিত্রটিকে তুলে ধরছে যা সত্যিই প্রশংসনীয়।

ছোট বয়সে তার চোখ-মুখের এক্সপ্রেশন, কথা বলার ভঙ্গীতে কোথাও খামতি নেই। একজন দক্ষ অভিনেত্রীদের মধ্যে অভিনয় করে চলেছে। এমনকি তার অভিনয় দেখে তাকে ওয়েব সিরিজে সুযোগ দেওয়া হয়। ‘নষ্টনীড়’ ওয়েব সিরিজে অভিনয় করেছে রুপা। অনুরাগের ছোঁয়া শেষ হয়ে গেলেও ছোট রুপার তুখোড় অভিনয় ভুলতে পারবেন না দর্শক।

মিশিতা রায় চৌধুরী (অনুরাগের ছোঁয়া)

মিশিতা রায় চৌধুরী

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে সোনা চরিত্রে অভিনয় করছেন শিশুশিল্পী মিশিতা রায় চৌধুরীএটি তার প্রথম ধারাবাহিক। পর্দায় কোন সময়ে কোন এক্সপ্রেশন দিতে হয় তা যেন তার নখদর্পণে। এত টুকু বয়সে দর্শকের চোখে জল এনে দিচ্ছে মিশতা। ধারাবাহিকে আধো আধো কথায় দর্শকদের মুগ্ধ করছে মিশিতা। বলাই বাহুল্য, যেইভাবে দাপিয়ে অভিনয় করছে এই ছোট মেয়েটি, দর্শকের মনে চিরকাল তার অভিনয় রয়ে যাবে।

সুকৃত সাহা (কমলা শ্রীমান ও পৃথ্বীরাজ)

সুকৃত সাহা

এই মুহূর্তে স্টার জলসার একটি জনপ্রিয় টিভি শো হল ‘কমলা শ্রীমান ও পৃথ্বীরাজ’ (Komola sriman o prithiraj)। এই সিরিয়ালে মুখ্য চরিত্রে রয়েছেন শিশুশিল্পী সুকৃত সাহা। যিনি বর্তমানে বাংলার ঘরে ঘরে পৃথ্বীরাজ হয়ে উঠেছেন।

ছোটপর্দায় এই প্রথম তার অভিনয় হলেও, অভিনয় জীবনে যাত্রা শুরু বহু বছর আগে। একাধিক ওয়েব সিরিজে এর আগে কাজ করেছে সুকৃত। মানিক চরিত্রে তার অসামান্য অভিনয়ের প্রতিনিয়ত সাক্ষী থাকছেন দর্শক। ইতিমধ্যে দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। মানিক চরিত্রে এই শিশু অভিনেতার অভিনয় আশা করি দর্শক কোনোদিন ভুলতে পারবেন না।

কৃতিকা চ্যাটার্জী (রাখি বন্ধন)

শিশু অভিনেতা

রাখি বন্ধন ধারাবাহিকের সেই ছোট রাখিকে আজও ভুলতে পারেনি ছোট পর্দার দর্শক। ধারাবাহিকে ‘রাখি’র চরিত্রে অভিনয় করেছিলেন শিশুশিল্পী কৃতিকা চ্যাটার্জী। ফুলের মতো সুন্দর এই ছোট মেয়েটির একজন প্রতিভাবান অভিনেত্রী হিসাবে আবির্ভূত হয়েছিল। তার মিষ্টি ডায়লগ দিয়ে বাঙালি দর্শকদের মন কেড়ে নিয়েছে।

আর্শিয়া মুখোপাধ্যায় (ভুতু)

আর্শিয়া মুখোপাধ্যায়

মাত্র ৬ বছর বয়সে ‘ভুতু’ চরিত্রে অভিনয় করেছিলেন শিশুশিল্পী আর্শিয়া মুখোপাধ্যায়। বড় সাদা শার্ট পরা মিষ্টি ভুতুকে ভোলা দর্শকের পক্ষে অসম্ভব। ‘ভুতু’-এর প্রথম প্রোমো চালু হওয়ার পরপরই ছোট আর্শিয়া তারকা হয়ে ওঠেন। টেলিভিশন শোটির সাফল্য দেখে, এটি হিন্দিতেও পুনর্নির্মাণ করা হয়েছিল এবং সেখানেও প্রধান চরিত্রে আর্শিয়াকে বেছে নেওয়া হয়েছিল। সেই ছোট মেয়েটি এখন  ষষ্ঠ শ্রেণীতে পড়েছেন এবং ‘শ্রী কৃষ্ণ ভক্ত মীরা’ এবং ‘রানু পেলো লটারি’ সহ আরও দুটি টিভি শোতে অভিনয় করেছেন।

মেঘান চক্রবর্তী (বিনি)

মেঘান চক্রবর্তী

‘প্রথম কাদম্বিনী’র সেই ছোট বিনির অভিনয়ের প্রেমে পড়েছিল ছোট পর্দার দর্শকরা। ডক্টর কাদম্বিনী গাঙ্গুলীর তরুণ অবতার বিনির চরিত্রে অভিনয় করেছিলেন মেঘান চক্রবর্তী। এই ছোট মেয়েটির অভিনয় দক্ষতা এবং সংলাপ দর্শকদের অবাক করে দিয়েছিলেন। কিন্তু টিভি দর্শকরা হতাশ হয়ে পড়েন যখন বিনি ‘প্রথম কাদম্বিনী’-তে টাইম লিপের পর হঠাৎ করেই যৌবনে পা রাখেন। যেহেতু সেই সময়ে মহামারীর কারণে বাচ্চাদের শুটিং করার অনুমতি দেওয়া হয়নি। সেই সময় বড় হওয়া বিনি চরিত্রে অভিনয় করেছিল শোলাঙ্কি রায়।

 

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here