বিনোদন জগতে ফের শোকের ছায়া। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা পার্থসারথি দেব। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন অভিনেতা। এমনকি সিওপিডির সমস্যাও ছিল তার। অভিনেতার বয়স হয়েছিল ৬৮ বছর। এমআর বাঙুর হাসপাতালে গত ৯ ফেব্রুয়ারি ভর্তি করা হয় অভিনেতাকে। তারপর কখনও আইসিইউ, কখনও ভেন্টিলেশন, কখনওবা সিসিইউ তে ট্রান্সফার করা হয় তাকে। গত ১৭ মার্চ অভিনেতাকে ভেন্টিলেশনে রাখার খবর পাওয়া যায়।
তারপর থেকে ক্রমশ অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তবে সবশেষে সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়। প্রায় ১ মাসেরও বেশি সময় ধরে লড়াইয়ের পর থেমে গেল তার পথচলা।
দীর্ঘ ৪০ বছর অভিনয় জগতের সাথে যুক্ত ছিলেন অভিনেতা পার্থসারথি দেব। বহু ধারাবাহিক সহ একাধিক ছবিতে কাজ করেছেন অভিনেতা। শুধু তাই নয়, নাটকের মঞ্চেও তার অভিনয় মন ছুঁয়ে নিয়েছিল সকলের। জনপ্রিয় বেশকিছু ধারাবাহিকে কাজ করে আজও মানুষের মনে গভীরভাবে রয়ে গিয়েছেন তিনি। কমেডি-ড্রামা ‘চুনী-পান্না’ থেকে শুরু করে ‘জয়ী’, ‘মিঠাই’ এর মতো জনপ্রিয় সিরিয়ালে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা।
অভিনেতার শেষযাত্রায় আর্টিস্ট ফোরামের তরফে একটি প্রেস বিবৃতি দেওয়া হয়। যেখানে লেখা হয়েছে, ২২ মার্চ রাত ১১.৫০ মিনিটে মৃত্যু হয় পার্থসারথী দেব এর। অভিনেতার অকাল প্রয়াণে শোকজ্ঞাপন করে জানানো হয়, ‘তাঁর অকাল প্রয়াণে ফোরাম গভীর শোক জ্ঞাপন করছে। আজ ২৩ মার্চ, ২০২৪ টেকনিশিয়ানস স্টুডিয়োতে ১২টার সময় অভিনেতার নশ্বর দেহ রাখা থাকবে। অভিনেতার প্রিয়জন, সতীর্থ, গুণগ্রাহীরা সেসময় স্টুডিয়োয় এসে শেষ শ্রদ্ধা ও মাল্যদান করতে পারেন।’ এদিন অভিনেতার শেষযাত্রায় সন্মান জানাবেন সকলে।