নিঃশ্বাসের বিশ্বাস নেই। দিনে দিনে যেন এই কথা মিলে যাচ্ছে। বলা যায়, ২০২৫ সাল ভারতীয় সিনেমা জগতের জন্য একেবারেই খারাপ। একের পর এক কিংবদন্তীদের আমরা হারিয়ে ফেলছি। ফের আবারও ভারতীয় চলচ্চিত্র জগতে কালো ছায়া।
আজ সকালে সকলকে কাঁদিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষিয়ান অভিনেতা মনোজ কুমার। মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৮৭ বছর।
জানা যাচ্ছে, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন তিনি। আজ সকালে হৃদরোগ জনিত কারণে আর শেষ রক্ষা হয়নি।
অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকোস্তব্ধ বলিউড। দুঃখপ্রকাশ করেছেন অনেকে। বলিউডে রেখে গেলেন একাধিক অবদান। ‘রোটি কাপড়া ওউর মাকান’, ‘ক্রান্তি’, ‘বেইমান’, ‘উপকার সহ একাধিক সিনেমায় অভিনয় করেছিলেন।