‘কে আপন কে পর’, ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকের হাত ধরেই জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। বিশেষ করে ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকে টিপু চরিত্রে বেশি ভালোবাসা পান দর্শকের।
এরপর তাকে কালার্স বাংলা চ্যানেলের ‘নায়িকা নং ১’-এর দেখা যায়। এই ধারাবাহিকে ‘কন্যাদান’ সিরিয়ালে অভিনেত্রী ঋতব্রতা দে’র বিপরীতে অভিনয় করেছিলেন। তবে খুব বেশিদিন সেই ধারাবাহিক টিভির পর্দায় চলেনি। খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়।
তবে ফের আবারও এক নতুন ধারাবাহিকে ফিরলেন ইন্দ্রনীল। নতুন ধারাবাহিকের প্রোমো প্রকাশ পেতেই ইন্দ্রনীলকে দেখে খুশি হয়েছেন ভক্তরা। সান বাংলায় নতুন ধারাবাহিক ‘শোলক সারি’তে নায়কের চরিত্রে দেখা যাবে তাকে।