‘গানের ওপারে’ ধারাবাহিকের পুরনো স্মৃতিতে ভাসলেন অভিনেতা অর্জুন চক্রবর্তী

অর্জুন চক্রবর্তী

সালটা ২০১০। টিভির পর্দায় নতুন দুই মুখ পুপে ও গোরা অর্থাৎ অভিনেত্রী মিমি চক্রবর্তী ও অভিনেতা অর্জুন চক্রবর্তী। হ্যাঁ ঠিক ধরছেন, এখানে জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘গানের ওপারে’র কথা বলা হচ্ছে। এই ধারাবাহিকটা শেষ হয়ে গিয়েছে বহুকাল আগে কিন্তু যখনই ‘গানের ওপারে’ স্মৃতিচারণ করা হয় প্রত্যেক বাঙালি আবেগপ্রবণ হয়ে পড়ে।

অর্জুন চক্রবর্তী

ঠিক ১১ বছর আগে ঋতুপর্ণ ঘোষ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত ধরে বাঙালি পেয়েছিল পুপে ও গোরাকে। বিপরীত মেরুর দুটি পরিবারের ছেলে মেয়ের রোমান্টিক গল্প বাংলা টেলিভিশনে বেঞ্চমার্ক তৈরি করেছিল। এই ধারাবাহিকের মাধ্যমেই অভিনয় জগতে হাতেখড়ি মিমি ও অর্জুনের।

অর্জুন চক্রবর্তী

রবীন্দ্রনাথ ঠাকুরকে ভীষণ গোঁড়াভাবেই মেনে চলে পুপের পরিবার। অন্যদিকে গোরা অত্যন্ত উদাসীন, প্রতিভাসম্পন্ন ছেলে। রবীন্দ্রসঙ্গীত নিয়ে নানারকম পরীক্ষা নিরীক্ষা করতে থাকে সে। প্রায় ৫০ এর উপর রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার রয়েছে এই ধারাবাহিকে। মিমি-অর্জুন ছাড়াও এই ধারাবাহিকে ছিল সব্যসাচী চক্রবর্তী, দীপঙ্কর দে, মিঠু চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু সহ একঝাঁক তারকা।

অর্জুন চক্রবর্তী

কথায় আছে, কিছু জিনিসের সমাপ্তি হয় কিন্তু থেকে যায় মানুষের মনের অন্তরালে। ঠিক সেইরকমই এই ধারাবাহিক আজও ভুলতে পারেননি অভিনেতা অর্জুন চক্রবর্তী। ‘গানের ওপারে’ স্মৃতি মনে করেই ধারাবাহিকের ভাইফোঁটার একটি ছোট দৃশ্য তুলে ধরলেন নিজে ইন্সটায়। ভিডিও শেয়ার করে অভিনেতা ক্যাপশনে লেখেন, “এই বছরের ভাইফোঁটা হয়ে গেছে কিন্তু ভাই বোনের খুনসুটি আর মজা তো চিরকালের”। ভিডিও পোস্ট করা মাত্র তার অনুরাগীরা ফের আরও একবার ভাসলেন এগারো বছর আগের স্মৃতিতে। অনেকেই মন্তব্য করেছেন, “এইরকম ধারাবাহিক আর খুঁজে পাই না”। আবার কেউ মন্তব্য করেছেন ‘গানের ওপারে’ চিরন্তন।

 

View this post on Instagram

 

A post shared by Arjun Chakrabarty (@arjunchakrabarty)

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here