প্রবীণ অভিনেত্রী মধ্যে একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন অনুসূয়া মজুমদার। যাকে আপনারা বর্তমানে ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকে ঠাকুরমার চরিত্রে অভিনয় করতে দেখতে পারছেন। এখনো পর্যন্ত একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন এই বর্ষীয়ান অভিনেত্রী।
৬৯ বছর বয়সে এখনো কর্মক্ষেত্রে সচল তিনি। একটা সময় একসঙ্গে চারটে ধারাবাহিকে অভিনয় করেছেন। ‘কুসুমদোলা’, ‘কুন্দ ফুলের মালা’, ‘অন্দরমহল’, ‘গাছকৌটো’ মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করে প্রশংসিত হয়েছেন।
সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে তৈরি ‘কালপুরুষ’ ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী অনুসূয়া মজুমদার। এরপর ‘বউ কথা কও’, ‘জল নূপুর’, ‘চোখের তারা তুই’, ‘সিনেমার মতো’, ‘সোনাটা’ একের পর এক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।
শুধু ধারাবাহিকেই নয়, দাপিয়ে কাজ করেছেন বড়পর্দায়। এই বয়সে এসেও একসঙ্গে একাধিক কাজ, অসুবিধে হয় না? অভিনেত্রীর কথায়, ‘একসময় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতেন। চাকরির পাশাপাশি নাচ, গান, অভিনয় সবই করতেন। এখন শুধুই ধারাবাহিকে অভিনয় তাহলে কেন পারবেন না। ‘প্রতিদিনই দুটো কিংবা তিনটে ধারাবাহিকে শ্যুটিং করেন। সব চরিত্র অভিনয় একরকম হয়না। কিন্তু কোনও অসুবিধে হয় না তাঁর। তাঁর কথায়, “যদি অসুবিধা হয় এতদিন তাহলে আমি কি শিখলাম?’।
ভবিষ্যতে বাংলার পাশাপাশি হিন্দিতে কাজ করতে চান বর্ষীয়ান অভিনেত্রী। হিন্দিতে একটা সুযোগের অপেক্ষায় রয়েছেন তিনি।