‘আরে আরে…হেঠা আপোনি ক্ষী বলছিয়েন’! সাংবাদিকতার চাকরি ছেড়ে অভিনয় জগত, মাত্র একটি ধারাবাহিকেই মানুষের মন জিতে নিয়েছিল ছোটপর্দার মেম বউ

মেম বউ

মনে পড়ে সেই ছোটপর্দার মেম বউ ক্যারলকে? যিনি একসময় সোশ্যাল মিডিয়ায় আলোচনার মূল বিষয়বস্তু ছিলেন। সিরিয়াল শুরু হওয়ার আগে থেকে শেষ পর্যন্ত তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় খিল্লি ভরে উঠত। এক বাঙালি বিদেশিনী মেয়ের মুখে “আরে আরে… “হেঠা আপোনি ক্ষী বলছিয়েন…!!!” জনপ্রিয় ছিল নেটিজেনদের কাছে। সোনালি চুল, নীল চোখ দেখেই অনেকের প্রশ্ন জেগেছিল তিনি কি ভারতীয়? অনেকে আবার ভাবতেন তিনি গায়িকা মোনালি ঠাকুর।

কলকাতারই মেয়ে বিনীতা চট্টোপাধ্যায় ছোটপর্দার জনপ্রিয় ‘মেম বউ’ ক্যারল হলেন কলকাতারই মেয়ে বিনীতা চট্টোপাধ্যায়। পড়তেন লোরেটো কলেজে। শুনলে অবাক হবেন, বাংলার মহারাজা কৃষ্ণ চন্দ্র রায়ের রাজপরিবারের একজন সদস্য বিনীতা। মাত্র একটা ধারাবাহিক করেই বাংলা দর্শকের মন জয় করে নেন এই মেয়েটি। তবে এরপর তাকে আর পর্দায় আর পাওয়া যায়নি। বাংলা চলচ্চিত্র জগত থেকে প্রায় হারিয়ে গেলেন এই অভিনেত্রী।

তবে জানেন কি, ছোটপর্দার মেম বউ একসময় জনপ্রিয় সাংবাদিক ছিলেন। অভিনয়ের জন্য সেই চাকরি ছেড়ে দেন। হিন্দি ধারাবাহিক ‘এক হাজারোঁ মে মেরি বেহনা হ্যায়’ এর হাত ধরে অভিনয় জগতে ডেবিউ করেন। তারপর বাংলা ধারাবাহিক ‘মেম বউ’-এ মুখ্য চরিত্রে সুযোগ পান।  ২০১৬ সালে শুরু হয় ‘মেম বউ’। মাত্র ৮ মাসেই বন্ধ হয়ে যায় এই ধারাবাহিক।

এই মুহূর্তে অভিনয় জগত থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ একটিভ বিনীতা। পাশাপাশি মেটাভার্সে নিজের মিউজিক ভিডিও কাজ করছেন তিনি। তবে বাঙালি দর্শকের মনে বিনীতা আজও রয়ে গেলেন ‘মেম বউ’ হয়ে।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here