‘সোহাগ চাঁদ’ ধারাবাহিকের পর ফের ছোটপর্দায় ফিরছেন অভিষেক বীর শর্মা

অভিষেক বীর শর্মা

বর্তমানে টিভির পর্দায় আসছে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক। কোন গল্পে নতুন মুখ তো আবার কোন গল্পে আসছেন নতুন নায়ক-নায়িকা। এবার জলসার পর্দায় আসছে আরও এক নতুন ধারাবাহিক। যার নাম ‘ক্রেজি আইডিয়াজ মিডিয়া’।

স্বর্ণেন্দু সমাদ্দারের প্রযোজনায় এই ধারাবাহিকটি মূলত প্রেমের গল্প। ধারাবাহিকে নায়কের ভূমিকায় দেখা যাবে অভিষেক বীর শর্মাকে। এরআগে কালার্স বাংলার ‘সোহাগ চাঁদ’-এ মুখ্য চরিত্রে দেখা মিলেছিল অভিষেকের। তবে অভিষেকের বিপরীতে কোন নায়িকা থাকবে তা এখনও স্থির হয়নি। চলছে নায়িকা বাছাই অডিশন পর্ব।

সূত্রের খবর, আপাতত প্রাথমিক পর্যায়ে চলছে ধারাবাহিকের কাজ। আগামী মাসেই শুরু হতে পারে এই মেগার শুটিং। প্রোমো শুটিংও হয়নি। এবার পর্দায় নতুন জুটি হিসাবে কততা দর্শকের মন জয় করতে পারে সেটাই দেখার অপেক্ষায়।