অসাধারণ প্রেমের রোমান্টিক গল্প । Love At First Sight

আজকের প্রেমের রোমান্টিক গল্প পাপাই আর পূজাকে নিয়ে। যাদের প্রথম আলাপ হয় একটি শপিং মলে। প্রথম দেখাতেই একে ওপরের প্রেমে পড়ে যায় তারা। যাকে বলে ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’। চলুন তাদের প্রেমের কাহিনী শুনে নিই আজ…

Read more: একটি ভালোবাসার রোমান্টিক গল্প কাহিনী । A romantic love story

প্রেমের রোমান্টিক গল্প

প্রেমের রোমান্টিক গল্প (Romantic love story) 

উত্তর কলকাতার এক মধ্যবিত্ত ঘরের মেয়ে পূজা আর দক্ষিণ কলকাতার ধনী পরিবাররে ছেলে পাপাই। একদিন ভাগ্যক্রমে তাদের দেখা এক শপিং মলে। একে অপরকে প্রথম দেখাতেই তাদের ভালো লাগে। কিছুক্ষণ একে ওপরের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে তারা। পাপাই সাহস করে এগিয়ে আসে পুজার সাথে কথা বলতে।

পাপাইঃ “প্লিজ যদি কিছু না মনে করো একটা কথা বলবো, আমাদের কি আগে কোথাও দেখা হয়েছে?”

পুজাঃ (একটু হেসে) আমরাও ঠিক তাই মনে হয়।

এইভাবে তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা চলার পর পাপাই বলে – “আমরা এইভাবে কতক্ষণ দাঁড়িয়ে কথা বলবো। চলো কোথাও গিয়ে বসে কথা বলা যাক। পূজা রাজী হয়ে যায়। এরপর তারা একটা রেস্তোরাঁয় ঘণ্টার পর ঘণ্টা কথা বলে। একে অপরের সাথে ফোন নাম্বার এক্সচেঞ্জ করে। সেখান থেকেই শুরু তাদের প্রেম গল্প। এই ভাবেই সকলের আড়ালে দীর্ঘদিন ধরে তাদের প্রেমের সম্পর্ক আরও গাঢ় হয়।

পাপাইয়ের বাবা একজন সফল ধনী ব্যবসায়ী, তাঁর প্রচুর নাম ডাক। সেক্ষেত্রে ধনী পরিবার থেকে একের পর এক পাপাইয়ের জন্য বিয়ের সম্বন্ধ আসতে থাকে কিন্তু পাপাই সব প্রত্যাখ্যান করে দেয়। ধীরে ধীরে পাপাই বাবা-মা জানতে পারেন তাদের পুত্র এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের প্রেমে পড়েছে।

একদিন পাপাইকে না জানিয়ে পুজার বাড়িতে চলে গেল তাঁর বাবা-মা। পাপাইয়ের বাবা-মা দরজা ধাক্কা দিতেই পূজা এসে দরজা খোলে। পূজা জানত না যে এনারা পাপাইয়ের বাবা-মা।

Read more: এক তরফা ভালোবাসার গল্প এর কাহিনী

প্রেমের রোমান্টিক গল্প

পূজাঃ কাকে চাই?

পাপাইয়ের বাবা-মাঃ তুমি পূজা?

পুজাঃ হ্যাঁ, কিন্তু দুঃখিত আপনাদের চিনতে পারলাম না।

পাপাইয়ের বাবা-মাঃ তোমার বাবার সাথে দেখা করতে এসেছি আমরা। তুমি আমাদের চিনবে না।

পুজাঃ বাবা তো নেই, তবে এখুনি চলে আসবেন। আপনারা আসুন ঘরে বসুন।

চেয়ার টা এগিয়ে দিয়ে অতিথির জন্য জল আনতে চলে গেল পূজা। এরমধ্যেই ঘরে পুজার বাবার প্রবেশ।

পাপাইয়ের বাবা মাঃ নমস্কার! দেখুন আপনি কি জানেন আপনার মেয়ে আমার ছেলে পাপাইকে ভালোবাসে।

পুজা বাবাঃ কি বলছেন আপনারা?

পাপাইয়ের বাবা মাঃ আপনার মেয়ে যেন আর আমার ছেলের সঙ্গে কোনোরকম যোগাযোগ না রাখে। দেখুন আমরা আমাদের ছেলের সম্ভ্রান্ত পরিবারে বিয়ে দিতে চাই।

পুজার বাবাঃ আমি আপনাদের কথা দিলাম আমার মেয়ে আর কোনদিনও আপনার ছেলের মুখোমুখি হবে না।

পুজার বাবার কথা শুনে নিশ্চিন্ত হয়ে সেখান থেকে চলে গেলেন পাপাইয়ের বাবা-মা। পাশের ঘর থেকে সব কথাবার্তা শুনে কান্নায় ভেঙে পড়ে পূজা। কিন্তু সে তাঁর বাবার সম্মান রক্ষার্থে বাবাকে প্রতিশ্রুতি দেয় সে পাপাইয়ের সামনে যাবে না।

এদিকে, দিনের পর দিন পূজার সাথে যোগাযোগ করতে না পেরে অস্থির হয়ে ওঠে পাপাই। খাওয়া-দাওয়া সব বন্ধ করে দেয়। ছেলের স্বাস্থ্য দিনের পর খারাপ হচ্ছে লক্ষ্য করে তাঁর বাবা-মা। পাপাইয়ের স্বাস্থ্যের অবনতি ঘটে শেষপর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি করতে হয়।

পাপাইয়ে বাবা-মা শেষপর্যন্ত নিজের ভুল বুঝতে পেরে ছুটে যায় পূজার বাবার কাছে। পূজার বাবার কাছে গিয়ে তাঁর মেয়েকে তাদের ছেলের জন্য ভিক্ষা চায়। দুই পরিবার থেকে সিদ্ধান্ত নেয় পাপাই আর পূজার বিয়ে দেওয়ার।

হাসপাতালে চোখ খুলেই পাপাই পূজাকে দেখে। দুজনেই কান্নায় ভেঙে পড়ে। একে অপরকে জড়িয়ে ধরে। তাদের দেখে তাদের বাবা-মায়ের চোখে জল ভরে যায়। পাপাই বাড়ি ফিরে এলে দুই পরিবার থেকে তাদের বিয়ের আয়োজন শুরু হয়। এইভাবেই শুরু হয় পাপাই আর পূজার নতুন জীবন।

Related post

 ভালোবাসার মানুষের জন্য রোম্যান্টিক ভালোবাসার কবিতা

 জেনে নিন কয়েকটি সেরা বিদায় কবিতা /দুঃখের কবিতা

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (Frequently Asked Questions)

Q. প্রেমের গল্প কী? 

A. প্রেমের গল্প হলো এমন একটি আখ্যান যা দুটি চরিত্রের মধ্যে সম্পর্ক, যারা একে অপরের প্রতি প্রেমে পড়ে।

Q. কীভাবে একটি প্রেমের গল্প লিখতে হয়? 

A. যদি আপনি প্রেমের গল্প লিখতে চান, তাহলে আপনাকে শক্তিশালী, বহুমাত্রিক চরিত্র তৈরি করতে হবে যারা প্রেমের সন্ধানে যথেষ্ট বাধার সম্মুখীন হয়।