কলকাতার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Gangopadhyay)। যাকে আট থেকে আশি সবাই দাদা নামে চেনে। বাঙালির কাছে দাদা একটা ইমোশন। শুধু দাদার ক্রিকেট ময়দান, দাদাগিরির মঞ্চ নয়, মহারাজের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহী থাকেন অনুগামীরা।
সৌরভ-ডোনা ছাড়াও তাদের মেয়ে সানাকে নিয়েও চর্চা হয়ে থাকে। সানা এখন কর্মসূত্রে লন্ডনে থাকে। সানা বিদেশে চলে যাওয়ার পর থেকে সৌরভের ঘর একেবারেই ফাঁকা।
তবে এবার গাঙ্গুলি পরিবারে এক নতুন সদস্য এলো। নতুন সদস্যের সাথে পরিচয় করিয়ে দিলেন সৌরভ পত্নী। সৌরভ-ডোনার চারপেয়ে কন্যা মাস কয়েক আগেই জন্ম দিয়েছে সন্তানকে। ল্যাব্রাডার প্রজাতির সারমেয় সুগার, তারই মিষ্টি ছানা বাটার। তার বয়স মাত্র কয়েক মাস।
ছোট ছানার সাথে তার মায়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে ডোনা লিখলেন, ‘মেয়ে আর মা’। গাঙ্গুলি পরিবারের মিষ্টি সদস্যকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সকলে।
View this post on Instagram