সোনা-রুপার জীবনে আসছে নতুন নায়ক, ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে নয়া মোড়

অনুরাগের ছোঁয়া

বছর দুই পার হলেও জনপ্রিয়তায় কোনরকম খামতি মেলেনি এই ধারাবাহিকের। শুরু থেকেই স্টার জলসার পর্দায় একাই রাজ করছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক। বর্তমানে গল্প বেশ কিছু বছরের লিপ নিয়ে অনেকটাই এগিয়েছে। আর তাতে পাল্টেছে সম্পর্কের সমীকরণ।

এই মুহূর্তে পরিস্থিতির কারণে সূর্য-দীপা আলাদা হয়েছে। তাদের দুই মেয়ে সোনা-রুপা রেখন অনেকটাই বড়। তবে এখনও নিজের পরিচয় সবার সামনে আনেনি রূপা, আর এর মাঝেই গল্পে টুইস্ট আনতে হাজির মিশকা। ষড়যন্ত্র করে দুই মেয়েকে বাবা-মার থেকে আলাদা করতে চায় সে। তবে আর কখনও মিল হবে না সূর্য-দীপার?

অনুরাগের ছোঁয়া

এবার গল্পে আসবে নয়া মোড়। ত্রিকোণ প্রেমের গল্প নিয়েই এগোবে ধারাবাহিক। সোনা ও রূপার সঙ্গে দেখা হবে তাদের মনের মানুষের। নতুন নায়ক হিসাবে এন্ট্রি নিতে চলেছে অভিনেতা ঋষভ চক্রবর্তী। সূত্রের খবর অনুযায়ী, নতুন প্রোমোর শুটিংও নাকি হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি পর্দায় সোনা-রুপার নায়ক হিসাবে দেখা যাবে ঋষভকে। এবার ত্রিকোণ প্রেমের গল্প কতটা দর্শকের মন জয় করতে পারে এখন সেটাই দেখার পালা।