৫. অলিভ অয়েল ও রসুন তেলঃ
কানের জন্য অলিভ অয়েল নিরাপদ। রসুনের তেল কানের ব্যথার জন্য উপকার। এই দুটি উপাদান ব্যবহার করে আপনি অসহ্য যন্ত্রণা থেকে আরাম পেতে পারেন।
অল্প রসুন থেঁতো করে রস বের করে নিন। রসুনের রস অল্প অলিভ অয়েলের মধ্যে মিশিয়ে নিন। তেলটি হালকা গরম করে ছেঁকে নিন। দিনে কয়েকবার দুই-তিন ফোঁটা এই তেলটি কানে দিন আরাম পাবেন।
কানের ব্যথা থেকে মুক্তি পেতে ঘুমানোর সময় সতর্ক থাকতে হবে। প্রয়োজন হলে অতিরিক্ত বালিশ ব্যবহার করুন যাতে মাথা উচু করে ঘুমাতে পারেন।
আশাকরি আজকের ৫ টি টোটকা আপনাদের কানে ব্যথা থেকে একটু স্বস্তি দেবে। আপনিও কানের সমস্যায় ভুগে থাকেন তাহলে ঔষধের পাশাপাশি এই টোটকাগুলি ট্রাই করতে পারেন।
NOTES: এই ঘরোয়া টোটকাগুলি আপনাকে সাময়িক আরাম দেবে তবে তা ঔষধের বিকল্প নয়। দীর্ঘদিন কানের যন্ত্রণায় কষ্ট পেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।