২. হাইড্রোজেন পারক্সাইড ড্রপঃ
বেশিরভাগ সময়ের ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে কানে ব্যথা হয়, আর এই ব্যাকটেরিয়ার সংক্রমণের কমাতে চটজলদি কাজ করে হাইড্রোজেন পারক্সাইড ড্রপ। এই ঔষধটি খুব তাড়াতাড়ি কানে ব্যথার প্রতিকার করবে।
আপনি ঔষধের দোকানে এই ড্রপ পেয়ে যাবেন। দিনে তিন-চার ফোঁটা কানে দিয়ে চুপচাপ শুয়ে থাকুন এবং কিছুক্ষণ পর কানের ভিতরের তরলটা বের করে দিতে হবে। এইভাবে দিনে বেশ কয়েকবার ড্রপ দিলে কানে ব্যথা কমে যাবে।