৫ টি ঘরোয়া টোটকায় কানে ব্যথার প্রতিকার

কান শুকনো রাখুন

বিভিন্ন কারণে হতে পারে আপনার কানের যন্ত্রণা। ঠান্ডা লাগলে, বেখেয়ালে কানে জল ঢোকা, সাইনাস অথবা সংক্রমণের কারণে আপনার কানে মারাত্মক যন্ত্রণা হতে পারে। তাহলে করণীয়? কানে ব্যথার প্রতিকার রয়েছে আপনার হাতেই।

সাধারণত ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে কানে ব্যথা হয়। কানে ব্যাথা কমাতে হলে আগে দরকার সংক্রমণ কমানোর। 

60 শতাংশ মানুষ আচমকা কানে অসহ্য ব্যথায় ভোগেন। অনেক সময় ঔষধেও রেহাই মেলে না। আপনিও যদি এইরকম সমস্যায় থাকেন তাহলে ট্রাই করে দেখতে পারেন এই ৫ টি ঘরোয়া টোটকা। একটু স্বস্তি পেতে পারেন এই ঘরোয়া উপাদানে।

ঘরোয়া উপায়ে কানে ব্যথার প্রতিকার

১. কান শুকনো রাখুনঃ 

স্নানের সময় কানে জল না যায়, সেদিকে লক্ষ রাখতে হবে। প্রয়োজন হলে স্নানের সময় তুলো দিয়ে রাখুন অথবা ওই জায়গাটি কভার করে রাখতে হবে। খেয়াল রাখতে হবে কোনভাবেই জল কানে না ঢোকে।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here