বর্তমানে ভারতের অবস্থা ভয়াবহ। করোনার দ্বিতীয় ঢেউয়ের ছোবলে জর্জরিত গোটা দেশ। স্বাস্থ্য পরিকাঠামো ভেঙ্গে পড়েছে, হাসপাতালে বেড নেই, শ্মশানে লাশ রাখার জায়গা নেই। ভারতে চরম সঙ্কট অক্সিজেনের। অক্সিজেনের অভাবে প্রাণ যাচ্ছে মানুষের। এইরকম অবস্থায় ভারতের পাশে এসে দাঁড়িয়েছে বহু দেশ। কিন্তু এবার ভারতের পাশে এসে দাঁড়াল অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো ।
অক্সিজেন সঙ্কটে ডেলিভারি সংস্থা জোম্যাটো অভিনব চিন্তাধারা চালু করল। যার নাম “হেল্প সেভ মাই ইন্ডিয়া”। এই সংস্থা সিধান্ত নিয়েছে এবার হাসপাতালে প্রয়োজনীয় অক্সিজেন এবং কোভিড সরঞ্জাম পৌঁছে দেবে তারা।
এই সংস্থা ৫০ কোটির তহবিল গঠনের চেষ্টা করছে। তহবিলের জন্য Donation Drive চালু করেছে। অর্থের জোগান হলেই অক্সিজেন কনসেনট্রেটর জোগানের ব্যবস্থা করা হবে। জোম্যাটো এই পদক্ষেপে পাশে এসে দাঁড়াল Delhivery ও Paytm। এছাড়াও ভারতের এই সঙ্কটে পাশে এসে দাঁড়িয়েছে ছোট বড় বিভিন্ন সংস্থা।
Zomato Feeding India, our not-for-profit has kickstarted the “Help Save My India” endeavour today in association with @delhivery to source oxygen concentrators and related supplies to help hospitals and families in need. pic.twitter.com/60kBYZMrrd
— Deepinder Goyal (@deepigoyal) April 25, 2021