দুঃসংবাদ! আচমকাই বন্ধ হতে চলেছে জি-বাংলার দুই জনপ্রিয় মেগা ধারাবাহিক, মন খারাপ দর্শকের

 জি-বাংলার দুই জনপ্রিয় মেগা ধারাবাহিক

একের পর এক নতুন ধারাবাহিক নিয়ে হাজির হচ্ছে বাংলা টেলিভিশনের দুই প্রধান সারির চ্যানেল। নতুন ধারাবাহিক আনা নিয়ে যেন প্রতিযোগিতা চলছে তাদের মধ্যে। তবে এই নতুন নতুন গল্পের জন্য পুরনো জনপ্রিয় ধারাবাহিকগুলি জায়গা হারাচ্ছে।

জি-বাংলায় আসছে বেশ কিছু নতুন ধারাবাহিক। ইতিমধ্যে জানা গেছে মিঠিঝোরা ধারাবাহিক বন্ধ হয়ে যাবে। আর তার মধ্যেই শোনা যাচ্ছে শুধু মিঠিঝোরা নয়, আরও দুটি ধারাবাহিক রয়েছে বন্ধের তালিকায়।

শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বন্ধ হয়ে যেতে পারে জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’। গল্প শেষের কারণেই বন্ধ করে দেওয়া হতে পারে এই মেগাকে। অন্যদিকে আরও একটি মেগা ধারাবাহিকের নাম উঠে এসেছে। সেটি হল ‘মিত্তির বাড়ি’।

অভিনেতা আদৃত রায়ের অভিনীত এই মেগা ধারাবাহিক টিআরপি তুলতে একেবারেই ব্যর্থ। তাই এই ধারাবাহিকেও চ্যানেল কর্তৃপক্ষের নিশানায়।