
জি বাংলার পর্দায় অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান হল সারেগামাপা। চলতি বছর ফের শুরু হতে চলেছে এই অনুষ্ঠান। কবে থেকে আসছে সারেগামাপা? জানা যাচ্ছে জুলাই মাস থেকেই শুরু হয়ে যাবে অডিশন।
জি বাংলার তরফ থেকে ১ জুলাই একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, খুব শীঘ্রই জি বাংলার পর্দায় আসতে চলেছে সারেগামাপা। প্রোমো দেখেই ধারণা করা যাচ্ছে আগামী দূর্গাপুজোর সময় থেকে সম্ভবত সম্প্রচারিত হবে গানের অন্যতম রিয়েলিটি শো সারেগামাপা।
তবে এই অনুষ্ঠানটি ঠিক কবে বা কখন সম্প্রচারিত হবে, বিচারকের আসনে কাদের কাদের দেখতে পাওয়া যাবে তা এখনও জানা যায়নি।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, চলছে পুজোর কেনাকাটা, সেইসাথে দেবী মূর্তি গড়ার কাজে ব্যস্ত মৃৎশিল্পী। তৈরি হচ্ছে প্রদীপ, চলছে খুঁটি পুজো সবমিলিয়ে মা দুর্গার আগমনের বার্তা দেখানো হয়েছে গোটা ভিডিয়ো জুড়ে। সাথে ক্যাপশনে লেখা, ‘সাত সুরে হবে মায়ের আগমন, সারেগামাপা আর দুর্গাপুজো বাংলা শ্রেষ্ঠ দুই উৎসবের মেতে উঠবে, বাঙালির মন। আসছে সারেগামাপা অডিশন।’