জি-বাংলার আসছে একাধিক নতুন ধারাবাহিক। ইতিমধ্যে ‘কুসুম’ আর ‘রানী ভাবানী’ ধারাবাহিকের প্রোমো সামনে এসেছে। আর এই নতুনদের জন্য জায়গা দিতে গিয়েই কোনও পুরনো ধারাবাহিককে জায়গা ছেড়ে দিতে হয়।
কোন ধারাবাহিকের কপাল পুড়তে চলেছে? শোনা যাচ্ছে নির্মাতাদের নিশানায় রয়েছে মিঠিঝোরা ধারাবাহিক। ধারাবাহিকের বর্তমান এপিসোডগুলি দেখলে কিছুটা আন্দাজ করা যাচ্ছে।
স্রোত আর সার্থকের মিল দেখানো হল। অন্যদিকে নীলু তার জীবনসঙ্গিনী পেতে চলেছে। অন্যদিকে দেখা যাচ্ছে সন্তান হতে গিয়ে মারা যাবে রাই। তাহলে কি রাইয়ের মৃত্যু দেখিয়েই শেষ হবে এই মেগা।
সূত্রের খবর অনুযায়ী, মিঠিঝোরা যেহেতু অনেক পুরনো ধারবাহিক এবং টিআরপি তুলতে ব্যর্থ তাই চলতি মাসেই এই মেগা শেষ করে দিতে চাইছেন কর্তৃপক্ষ।