জগদ্বাত্রী ধারাবাহিকের পর ফের বন্ধ হচ্ছে আরও এক ধারাবাহিক। জি-বাংলা ধারাবাহিকে একের পর এক নতুন ধারাবাহিকের যেমন আগমন, ঠিক তেমনি ধারাবাহিক বন্ধ হওয়ার ঢল নেমেছে। কোনও ধারাবাহিক খুব কম সময়ে বন্ধ হয়ে যাচ্ছে টিআরপির অভাবে তো আবার কোনও মেগা ধারাবাহিক জনপ্রিয়তা থাকা সত্ত্বেও নতুন ধারাবাহিকের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে।
জগদ্ধাত্রী, ফুলকি বন্ধ হওয়ায় ইতিমধ্যেই মন খারাপ দর্শকদের। এর মাঝেই এবার আরও এক ধারাবাহিকের বিদায়ের পালা। টেলিপাড়ায় কানাঘুষো, খুব শীঘ্রই জি-বাংলার আরও এক মেগা ধারাবাহিকের ঝাঁপ বন্ধ হতে চলেছে। এই মেগা সবে ৩ মাস মাত্র টিভির পর্দায় শুরু হয়েছে। এরই মধ্যে বন্ধ হয়ে যাওয়ার খবরে অবাক হচ্ছেন দর্শক।
এবার জি বাংলা সোনার চ্যানেলেও জোড়া মেগা বন্ধ হল। শুধু S.I.T বেঙ্গলই নয়, বন্ধ হচ্ছে চ্যানেলের অপর ধারাবাহিক ‘বেদেনি জ্যোৎস্নার অমর প্রেম’। মাত্র ৩ মাসেই বন্ধ হল ‘বেদেনি জ্যোৎস্নার অমর প্রেম’। এই সিরিয়ালে সিদ্ধার্থ সেনের সঙ্গে জুটি বেঁধেছিলেন ইন্দ্রাণী। তাঁদের রসায়নও ছিল নজরকাড়া। তবে সেভাবে দাগ কাটতে পারেনি এই মেগা।
সিরিয়াল শেষ হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্য়ায়। চোখে জল, মুখে হাসি নিয়ে শেষদিনের শ্য়ুটিং সারলেন সকলে।


