স্লট বদলেও শেষরক্ষা হল না! বন্ধ হতে পারে জি-বাংলার জনপ্রিয় মেগা সিরিয়াল

মিঠিঝোরা

শুরু থেকেই টিআরপিতে তেমনভাবে প্রভাব ফেলতে পারেনি তিন বোনের গল্প মিঠিঝোরা। তবুও দেখতে দেখতে পর্দায় দেড় বছর পার করে ফেলেছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা। অন্যদিকে জি বাংলার পর্দায় একের পর এক নতুন ধারাবাহিক এন্ট্রি নিচ্ছে। যার ফলে বন্ধের মুখে পুরনো ধারাবাহিক।

সদ্যই স্লট বদল করা হয়েছে মিঠিঝোরা ধারাবাহিকের। অন্যদিকে গল্পে টুইস্ট আনতে অবশেষে জমে উঠেছে রাই- অনির্বাণের প্রেম। সদ্যই প্রকাশ্যে আসা প্রোমোতে দেখা গিয়েছে রাই এবং অনির্বাণের সন্তান আসছে। তবে কি রাই এবং অনির্বাণের প্রেমের মিষ্টি পরিণতি দেখিয়েই শেষ হবে মিঠিঝোরা’র সফর?

মিঠিঝোরা

এমন অবস্থায় টলি পাড়ার অন্দরে গুঞ্জন শীঘ্রই নাকি পথচলা শেষ হতে চলেছে মিঠিঝোরা ধারাবাহিকের। কিন্তু সেটা কি আদেও সত্য? এই বিষয়ে চ্যানেলের তরফে কিছুই ঘোষণা করা হয়নি এখনও পর্যন্ত। তাই জল্পনা কতটা সত্যি এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।