ফের কপাল পুড়ল, নতুন ধারাবাহিকের জন্য দু’মাসের মাথায় বন্ধ হয়ে যাচ্ছে জি বাংলার জনপ্রিয় মেগা

দুগ্গামণি ও বাঘমামা

জি-বাংলার আসছে একাধিক নতুন ধারাবাহিক। ইতিমধ্যে ‘কুসুম’ আর ‘রানী ভাবানী’ ধারাবাহিকের প্রোমো সামনে এসেছে। আর এই নতুনদের জন্য জায়গা দিতে গিয়েই কোনও পুরনো ধারাবাহিককে জায়গা ছেড়ে দিতে হয়। কোন ধারাবাহিকের কপাল পুড়তে চলেছে?

নির্মাতাদের নিশানায় এবার জি বাংলার ‘দুগ্গামণি ও বাঘমামা’ ধারাবাহিক। চলতি বছর ৩রা মার্চ থেকে পথচলা শুরু হয়েছিল এই ধারাবাহিকের। দু’মাস কাটতে না কাটতেই বন্ধ করে দেওয়া হচ্ছে ‘দুগ্গামণি ও বাঘমামা’। যদিও মা মেয়ের গল্প শুরু থেকেই টিআরপি তালিকায় প্রথম দশে জায়গা করতে পারেনি। সম্ভবত টিআরপির কোপেই পর্দা থেকে বিদায় নিচ্ছে এই ধারাবাহিক।

দুগ্গামণি ও বাঘমামা

এই প্রসঙ্গে অভিনেত্রী মানালি দে-ও জানিয়েছেন এই ঘটনা একেবারেই সত্যি। এত অল্প সময়ের মধ্যে ধারাবাহিক বন্ধ হওয়ার অত্যন্ত মন খারাপ মানালির। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় শুটিং সেট থেকে রাহুল একটি ছবি পোস্ট করে লেখেন, ‘প্রকাশ-এর শেষ দিন’। ধারাবাহিকে ‘প্রকাশ’-এর চরিত্রে অভিনয় করছিলেন রাহুল। ধারাবাহিকের মাধ্যমেই বহুদিন বাদে ছোটপর্দায় মুখ্য চরিত্রে ফিরেছিলেন রাহুল বোস এবং সৌম্য বন্দ্যোপাধ্যায়।

গল্প অনুযায়ী, গায়েত্রীর জীবনে আলো জাগাতে আসে ছোট্ট দুগ্গা অর্থাৎ রাধিকা। অনস্ক্রিনের মত অফস্ক্রিনেও দারুন বন্ডিং তৈরি হয়েছিল মানালি ও রাধিকার মধ্যে। সবমিলিয়ে সকলেরই ভীষণ মন খারাপ। এত তাড়াতাড়ি পরিবার ছেড়ে বেরিয়ে আসতে হবে কেউ ভাবতে পারেনি ধারাবাহিকের কলা কুশলীরা।