মাত্র ৬ মাসেই পর্দা থেকে বিদায় নিচ্ছে জি-বাংলার জনপ্রিয় মেগা

অমর সঙ্গী

সম্প্রতি জি-বাংলার পর্দায় আসতে চলেছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। আর নতুন ধারাবাহিক আসা মানেই পুরনো ধারাবাহিকের পর্দা থেকে বিদায় নেওয়ার পালা। পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। যা সন্ধ্যে সাড়ে ছ’টায় সম্প্রচার হবে। যার ফলে স্বাভাবিক ভাবেই দর্শকের মনে প্রস্ন জেগেছিল তবে কি সত্যিই বন্ধ হয়ে যাচ্ছে ‘আনন্দী’ ধারাবাহিক?

তবে ‘আনন্দী’ ধারাবাহিকের নতুন প্রোমো সামনে আসতেই জানা যাচ্ছে আগামী ১০ই মার্চ থেকে আনন্দী ধারাবাহিকটি দেখা যাবে বিকেল সাড়ে পাঁচটার সময়। কিন্তু বর্তমানে এই সময়ে জি বাংলার ‘অমর সঙ্গী’ ধারাবাহিকটি সম্প্রচার হয়।

অমর সঙ্গী

দর্শকের ধারণা অনুযায়ী, টাইম স্লট পরিবর্তন হওয়ার জন্য শেষ হচ্ছে ‘অমর সঙ্গী’ ধারাবাহিকটি। এমনকি টিআরপি তালিকায় খুব একটা প্রভাব ফেলতে না পারার জন্য হয়তো এবারে শেষ হতে চলেছে ধারাবাহিকটি। ২০২৪ এর আগস্ট মাসে শুরু হয় অমর সঙ্গী। তবে কি মাত্র ৬ মাসেই ‘অমর সঙ্গী’-র যাত্রা শেষ হতে চলেছে?