অবশেষে চলে এলো জি-বাংলার নতুন ধারাবাহিক ‘কুসুম’, প্রকাশ্যে ধারাবাহিকের প্রোমো

কুসুম

অবশেষে চলে এলো জি-বাংলার আরও একটি নতুন ধারাবাহিকের প্রোমো। নাম কুসুম। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী তনিষ্কা তিওয়ারি এবং মিঠিঝোরা খ্যাত সপ্তর্ষি রায়। এছাড়াও রয়েছেন অভিনেত্রী অঞ্জনা বসু এবং আর্য দাসগুপ্ত।

আয়ুষ্মান চরিত্রে সপ্তর্ষি রায়। কুসুম চরিত্রে দেখা যাবে তনিষ্কা তিওয়ারি এবং ইন্দ্রাণীর ভূমিকায় রয়েছেন অঞ্জনা বসু।

প্রোমোতে দেখা গেল বাড়ির কর্ত্রী ইন্দ্রাণী পেশায় একজন ব্যবসায়ী। গোটা বাড়ি চলে তার ইশারায়। অন্যদিকে গ্রামের সহজ সরল মেয়ে কুসুম, ইন্দ্রাণীকে ঈশ্বর মনে করেন। ইন্দ্রাণীর বড় ছেলে আয়ুষ্মান বাড়ির আদর্শ ছেলে। পেশায় একজন পাইলট। অন্যদিকে ছোট ছেলে চঞ্চল প্রকৃতির। অর্ধেক সময় পার্টি করেই কাটে তার।

গ্রামের সহজ সরল মেয়ে গাঙ্গুলি বাড়িতে এসে কীভাবে সকলের মন জয় করবে সেটাই দেখার। অনেকেই এই প্রোমোর সাথে ‘বধূবরণ’ সিরিয়ালের মিল খুঁজে পাচ্ছেন।