বড় রদবদল! ধারাবাহিক নিয়ে বড় সিদ্ধান্ত জি-বাংলার, হতবাক দর্শক

জি-বাংলা

বাংলা টেলিভিশনে এসেছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। স্বাভাবিক ভাবেই তাদের জায়গা দিতে নাজেহাল হতে হচ্ছে চ্যানেল কর্তৃপক্ষদের। আবার টিআরপিতে ভালো রেটিং পাওয়া মেগা ধারাবাহিকগুলিকে বন্ধ করার উপায় নেই। তাই এবার বড় সিদ্ধান্ত নিল জি-বাংলা।

নতুনদের জায়গা দিতে একাধিক পুরনো মেগাগুলির স্লট বদলে ফেললো চ্যানেল। যা দেখে রীতিমত অবাক। কিছু এমন ধারাবাহিক রয়েছে যাদের সময় পরিবর্তন হয়নি আবার বেশ কিছু মেগাকে সরিয়ে দেওয়া হয়েছে।

অনেকেই জানেন মিঠিঝোরা শেষ হচ্ছে। শুটিং শেষ ইতিমধ্যে এবার পর্দা থেকে বিদায় নেওয়ার পালা। অন্যদিকে প্রতীক সেনের নতুন ধারাবাহিক সোমবার থেকে  রাত সাড়ে ৮টায় দেখা যাবে। যার ফলে অনেক মেগায় সময় পাল্টে দিলেন চ্যানেল।

সময় বদলে গেল কোন গোপনে মন ভেসেছে ও মিত্তির বাড়ি দুই মেগা ধারাবাহিককের। রাত ৯ টার স্লটে দেওয়া হয়েছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিককে আবার ১০.১৫ টার স্লটে দেখানো হবে মিত্তির বাড়ি ধারাবাহিকটিকে।

একনজরে দেখে নিন জি-বাংলার নতুন ধারাবাহিকের সম্প্রচারের সময় –

  • সন্ধ্যে সাড়ে পাঁচটায় সম্প্রচার হবে “কুসুম”
  • সন্ধ্যে  ছ’টার স্লটে সম্প্রচার হবে “তুই আমার হিরো”
  • সন্ধ্যে সাড়ে স্লটে “চিরদিনই তুমি যে আমার”
  • সন্ধ্যে ৭টার স্লটে “জগদ্ধাত্রী”
  • সন্ধ্যে সাড়ে ৭ টায় “ফুলকি”
  • রাত ৮টায় “পরিণীতা”
  • রাত সাড়ে ৮ টার স্লটে “দাদামণি”
  • রাত ৯টা স্লটে “কোন গোপনে মন ভেসেছে”
  • রাত সাড়ে ৯ টায় “আনন্দী”
  • রাত ১০.১৫ টার স্লটে “মিত্তির বাড়ি”