অভিনয় জীবনে পা রাখতে পারলেই ভবিষ্যৎ উজ্জ্বল। এই চিত্রটা এখন বদলেছে। অভিনয় জীবনে পা রাখার আগে ভাবতে হচ্ছে নতুনদের। কারণ এখন বিনোদন দুনিয়া পুরোটাই অনিশ্চয়তা। সেটা বড়পর্দা হোক বা ছোটপর্দা।
আজকাল ছোটপর্দায় ধারাবাহিকের আয়ু খুবই কম। টিআরপি একটু কম হলেই টিআরপি বন্ধ। এমনকি মাত্র ১ মাসেও ধারাবাহিক বন্ধ করে দিচ্ছে চ্যানেল। শোনা যাচ্ছে বন্ধের মুখে জি-বাংলার আনন্দী ধারাবাহিক।
যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত কিছুই জানাননি চ্যানেল কর্তৃপক্ষ। ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর থেকে পথ চলা শুরু হয়েছিল এই ধারাবাহিকের। মাত্র ১০ মাস পেরোতে না পেরোতেই পর্দা থেকে বিদায় নিতে চলেছে আনন্দি, এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। কিছুদিন আগেই শেষ হয়েছে ‘মিঠিঝোরা’ ধারাবাহিক। এবার আরও এক মেগার বন্ধের পালা।
একদিকে যেমন পর্দায় আসছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। ঠিক তেমনি বিদায় নিচ্ছে চলতি মেগাগুলো। টিআরপি না পেলেই পুরনোকে সরিয়ে আনা হচ্ছে নতুন মেগা। তবে আনন্দি ধারাবাহিকের পরিবর্তে জায়গা করে নেবে কোন নতুন ধারাবাহিক?