চলতি সপ্তাহে টিআরপিতে ছক্কা হাঁকাল উদয় প্রতাপ সিং এবং ঐশানীর অভিনীত ধারাবাহিক ‘পরিণীতা’। সকলকে হারিয়ে চলতি সপ্তাহে বাংলার টপার স্থান ছিনিয়ে নিল জি-বাংলার এই জনপ্রিয় মেগা। ফুলকি-কেও হার মানতে হল এই ধারাবাহিকের কাছে।
চলতি সপ্তাহে কথা’র নম্বর অনেকটাই কমে গেছে। অন্যদিকে রাঙ্গামতি তীরন্দাজ আবার ষষ্ঠ স্থানে উঠে এলো। শুভ বিবাহ আর মিত্তির বাড়ির মধ্যে জোরদার টক্কর চলছে। তাদের মাঝে গ্যাপ রয়েছে মাত্র ০.৩ এর ব্যবধান। যেকোনো সময় শুভ বিবাহকে টেক্কা দিয়ে স্লট লিড করতে পারে আদৃত রায়ের ধারাবাহিক।
টিআরপি’র তালিকায় ৭.৮ নম্বর নিয়ে প্রথম স্থান জি-বাংলার পরিণীতা ধারাবাহিক। ৭.৭ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি এবং ৭.৪ রেটিং নিয়ে তৃতীয় স্থান দখল করল গীতা এলএলবি। ৭.৩ এবং ৭.১ নম্বর নিয়ে চতুর্থ আর পঞ্চম স্থানে রয়েছে কথা আর জগদ্ধাত্রী ধারাবাহিক।
প্রথম – পরিণীতা (৭.৮)
দ্বিতীয় – ফুলকি (৭.৭)
তৃতীয় – গীতা LLB (৭.৪)
চতুর্থ – কথা (৭.৩)
পঞ্চম – জগদ্ধাত্রী (৭.১)
ষষ্ঠ – রাঙ্গামতি তীরন্দাজ । কোন গোপনে মন ভেসেছে (৭.০)
সপ্তম – উড়ান (৬.8)
অষ্টম – গৃহপ্রবেশ (৬.১)
নবম – শুভ বিবাহ (৬.০)
দশম – তেঁতুলপাতা । আনন্দী । মিত্তির বাড়ি । অনুরাগের ছোঁয়া + রোশনাই(15min) (৫.৭)