সদ্য জি-বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘খেলনা বাড়ি’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন ‘কে আপন কে পর’-এর খ্যাত বিশ্বজিৎ ঘোষ এবং সান বাংলার নায়িকা আরাত্রিকা মাইতি। এই ধারাবাহিকের হাত ধরেই বহুদিন পর টিভির পর্দায় ফিরেছেন বিশ্বজিৎ।
ধারাবাহিকে প্রোমো দেখে অনেকেই গল্প নিয়ে আগ্রহী ছিলেন। তবে টিভির পর্দায় সম্প্রচারের পর দর্শকের প্রতিক্রিয়া জানা গেল। ধারাবাহিকের গল্প খেলনা বিক্রেতা নায়িকা এবং নায়ক বড়লোক বদমেজাজি ব্যবসায়ী। ধারাবাহিকের এই গল্প অনেকের একঘেয়ে লেগেছে। তাঁরা অফিশিয়াল চ্যানেলে এমনই দাবি জানিয়েছেন।
বলাই বাহুল্য প্রথমদিনের ‘খেলনা বাড়ি’র স্টোরিতে বিরক্ত দর্শকের একাংশ। অর্থাৎ প্রথম এই জুটি দর্শকদের চোখে ফ্লপ। তবে আগামীদিনে দর্শকের মন জয় করতে পারে কিনা সেটাই দেখার।
View this post on Instagram


Bigyapon korte kato taka lage ekhane