আচমকাই বন্ধ হল জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিকের শুটিং, মাত্র ৯ মাসেই যাত্রা শেষ

মিত্তির বাড়ি

আচমকাই বন্ধ হল জি-বাংলার ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকের শুটিং। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা আদৃত রায় এবং অভিনেত্রী পারিজাত চৌধুরী। যদিও ধারাবাহিকের শেষের দিকে নায়িকার মুখ বদল ঘটে। পারিজাতের মৃত্যু দেখিয়ে আনা হয় ঈপ্সিতা মুখোপাধ্যায়কে।

নায়িকা বদল হয়েও লাভ হল না কোনও। অবশেষে টিআরপির অভাবে মাত্র ৯ মাসে বন্ধ করে দেওয়া হল এই মেগা ধারাবাহিককে। সোমবার শেষ দিনের শুটিং হয়েছে বলে জানা যাচ্ছে। তবে ২২ শে আগস্ট পর্যন্ত টিভির পর্দায় সম্প্রচার হবে এই মেগা।

মিত্তির বাড়ি

খুব সম্ভবত নতুন ধারাবাহিকের জন্য শেষ হচ্ছে মিত্তির বাড়ি। আদৃত রায়ের ‘মিঠাই’ যেমন জনপ্রিয়তা পেয়েছিল পর্দায় তার দ্বিতীয় মেগা সেভাবে সাফল্য পেল না। তবে শেষদিনের শুটিং নায়িকা পারিজাতকে দেখা যাবে কিনা সেটাই প্রশ্নের বিষয়।