‘ইউভান তার বাবার কাছ থেকে শিখবে নারীদের কীভাবে সম্মান করতে হয়’, বললেন শুভশ্রী গাঙ্গুলি

শুভশ্রী গাঙ্গুলি

আজ ৮ ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। নারীদের শ্রদ্ধা এবং সম্মান জানাতেই বিশ্ব জুড়ে এই দিনটি পালন করা হয়। নারী দিবস পালন করছেন টলিপাড়ার সেলেবরা। নারী দিবস উপলক্ষে এক সংবাদমাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন টলি কুইন শুভশ্রী গাঙ্গুলি।

অভিনেত্রী জানায়, তিনি প্রগতিশীল পরিবারে বড় হয়েছেন। তার মা তাকে কোনোদিন বিয়ের কথা বলে নি, বরং বলতেন “তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজের পরিচয় তৈরি করতে হবে”। শুভশ্রীর সৌভাগ্য তার শাশুড়িও তার মায়ের মত মানসিকতার মানুষ।

শুভশ্রী গাঙ্গুলি জানায়, “বিয়ের শাশুড়ি মা বলেছিলেন, রাজ রান্নাঘরে ঢোকেন না। তাই শুভশ্রীও রান্নাঘরে ঢুকবেন না। উনি সবসময়েই আমাকে রাজের উপরে রাখেন। উনি সবসময় বলতেন, তুমি কবে কাজ শুরু করবে? তিনি ইউভানকে সবসময় বলে বড় হয়ে মায়ের মতো হবি। আর এটাই আমার বড় পাওনা”। অভিনেত্রীর কাছে নারী দিবসে তার অনুপ্রেরণা তার শাশুড়ি মা।

শুভশ্রী কথায়, “শাশুড়ি মায়ের প্রভাব রাজের উপর পড়েছে। তাই রাজ জানে মেয়েদের কীভাবে সম্মান দিতে হয়। আমার ছেলেও রাজের কাছ থেকেই শিখবে মেয়েদের সম্মান করতে”।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here