মাত্র ৪ বছর বয়সেই বোনকে সামলাচ্ছে ইউভান, ভাই-বোনের মিষ্টি ভিডিও মন কাড়ল নেটিজেনদের

ইউভান

শুভশ্রী গাঙ্গুলি আর রাজ চক্রবর্তীর কন্যা এবং পুত্র সন্তান ইন্টারটেনের দুনিয়ার নতুন সেনসেশন। তাদের জনপ্রিয়তা যেকোনো তারকাকে হার মানাবে।

কন্যা সন্তান হওয়ার পর থেকে রাজ-শুভশ্রীর দায়িত্ব আরও বেড়ে গেছে। দুই সন্তানকে সমান স্নেহ যত্নে বড় করে তুলছে । যাতে ভাই-বোনের মধ্যে কখনোই ঈর্ষা না হয়। ইউভানের বয়স এখন প্রায় ৪। ছোট বয়স থেকেই বোনের দেখাশোনার দায়িত্ব নিয়ে নিয়েছে সে।

একাধিক সাক্ষাৎকারে শুভশ্রীকে বলতে শোনা যায় ইউভান ছোট হলেও বোনের খুব খেয়াল রাখে। আর তার প্রমাণ মিলল একটি নতুন ভিডিওতে। ভাই-বোনের মিষ্টি ভিডিও মন জয় করে নিয়েছে নেটিজেনদের।

ভিডিওতে দেখা যাচ্ছে দাদার কোলে খেলা করছে বোন। বোন যাতে পড়ে না যায় আগলে রাখছে ইউভান। কয়েক সেকেন্ডের এই ছোট ভিডিও খুব অল্প সময়ের মধ্যে নেটিজেনদের মুখে হাসি ফুটিয়ে তুলেছে।