শুভশ্রী গাঙ্গুলি এবং রাজ চক্রবর্তীর পুত্র ও কন্যা দুজনেই সোশ্যাল মিডিয়ার খুব জনপ্রিয়। জন্মের পর থেকেই তাদের নিয়ে ব্যস্ত নেটকারিগররা। মাঝেমধ্যেই দুই সন্তানের মজার ভিডিও শেয়ার করে থাকেন রাজ-শুভশ্রী।
ধীরে ধীরে বড় হয়ে উঠছে শুভশ্রী পুত্র ইউভান। কিছুদিন আগেই প্রি স্কুল ছেড়ে হাই স্কুলে ভর্তি হয়েছে। মাঝেমধ্যে ভিডিওতে ইউভানের ট্যালেন্ট ধরা পড়ে। কখনো গড়গড় করে ইংরাজিতে জন্তু জানোয়ারের নাম বলছে তো আবার কখনো মায়ের সাধারণ জ্ঞানের প্রশ্নের চটজলদি উত্তর দিচ্ছে।
সম্প্রতি রাজ চক্রবর্তী ইউভানের একটি ভিডিও শেয়ার করেছে। ভিডিওতে দেখা গেল মেঝের উপর বসে মেঝেতেই একের পর এক অক্ষর লিখছে। রবিবার ছুটির দিনেও মন দিয়ে পড়াশুনোয় ব্যস্ত ইউভান। আর এটা দেখে সব বাবামায়েরাই গর্ব বোধ করবে।
তাই তো ছেলের এই ভিডিও শেয়ার করে শুভশ্রী লেখেন, ‘আমার স্টার, আমার বেবি, আমার জান।’
View this post on Instagram