টলিউডের জনপ্রিয় তারকা দম্পতি হল রাজ-শুভশ্রী। পেশাগত জীবনের বাইরে এই দম্পতির ব্যক্তিগত লাইফও টাইমলাইনে থাকে। এমনকি তাদের একমাত্র পুত্র ইউভান জন্মের পর থেকেই নেটিজেন কাছে জনপ্রিয়।
মাঝেমধ্যেই ছেলের নানা-রকম কান্ডকারখানা সামাজিক পাতায় তুলে ধরেন তারকা যুগল। কিছুদিন আগেই প্রথম প্রি-স্কুলের গন্ডি পেরিয়ে বড় স্কুলে পা রেখেছিল ছোট ইউভান। ছেলের এই সাফল্যে গর্বিত হয়েছিলেন মাম্মা শুভশ্রী।
কিছুদিন আগেই তিন বছরে পা রেখেছে ইউভান। ছোট ছেলের প্রতিভায় মাঝেমধ্যে নিজেই অবাক হয়ে যান মাম্মা শুভশ্রী। এবার ছেলের আরও এক প্রতিভা সকলের সামনে তুলে ধরলেন অভিনেত্রী। সম্প্রতি শুভশ্রীর ফ্যান পেজ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে ছোট ইউভান খাটে বসে একমনে বসে পিয়ানো বাজাচ্ছে। এইটুকু বয়সে ছোট ইউভানের দক্ষতা দেখে ভালোবাসা ভরিয়ে দিয়েছেন।
View this post on Instagram