রাজ-শুভশ্রীর সন্তান ইউভান ও ইয়ালিনি ছোট বয়স থেকেই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। জন্মের পর থেকেই তারা তারকা হয়ে উঠেছে। ইউভান আর ইয়ালিনির ভিডিও দেখার জন্য শুভশ্রী ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় করে থাকেন।
ভক্তদের জন্যই মাঝেমধ্যেই ছেলে আর মেয়ের মিষ্টি মুহূর্ত ক্যামেরা বন্দী করেন তাদের মাম্মা। এক সাক্ষাৎকারে শুভশ্রী জানিয়েছিলেন, ইউভানের একজন বড় দাদার মতো বোনের সব কর্তব্য পালন করে। ইউভানের খেলার সাথী এখন তার বোনু।
সম্প্রতি অভিনেত্রী তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে আবাসনের ইউভানের স্কুলের বাস এসে দাঁড়ায়। ব্যালকনি থেকে বাবার কোলে আধো আধো গলায় ‘দাদা দাদা’ বলে চিৎকার করতে থাকে ইয়ালিনি। ভাই-বোনের এই এই মিষ্টি ভিডিও দেখে আনন্দ পেয়েছেন নেটিজেনরা।
View this post on Instagram